বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ৬ ঘন্টার জন্য বন্ধ থাকবে জাতীয় সড়কে যান চলাচল। নন্দকুমার-দিঘা ১১৬ বি জাতীয় সড়কে সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। নন্দকুমার থানার শ্রীধরপুর মোড়ে পথচারীদের জন্য ফুট ওভারব্রিজ তৈরির চূড়ান্ত কাজ সম্পন্ন হবে ওই ৬ ঘন্টায়। আগামী ১৮ জানুয়ারি বুধবার রাত ১১ থেকে ভোর ৫ টা পর্যন্ত নন্দকুমার থেকে দিঘা গামী ও দিঘা থেকে কলকাতা গামী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। প্রশাসন সূত্রে জানা গেছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলোকে নন্দকুমার থানার নরঘাট থেকে বিকল্প রাস্তা দিয়ে চলাচল এর ব্যবস্থা করা হবে। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ আধিকারিক দের এলার্ট করা হয়েছে।


নিউটাউনে গ্রেফতার ৫ দুষ্কৃতী


রাজারহাটে একটি নির্মীয়মান কোম্পানি থেকে সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে মালপত্র নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে গ্রেফতার ৫।  গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার দুপুরে বারাসাত আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে খবর, রাজারহাট থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরির অভিযোগ আসছিল। রাজারহাটের একটি নির্মীয়মান কোম্পানির সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে লোহার বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় বেশ কয়েকজন দুষ্কৃতী। এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখে গতকাল রাতে ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। আজ তাদের বারাসাত আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।


ধৃতরা হলেন মনিরুল গাজি। তাঁর বাড়ি নিউটাউনের হাতিয়াড়া এলাকায়। কাশেম আলি মোল্লা। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার মালঞ্চ এলাকায়। সানোয়াজ আলম মোল্লা। বাড়ি উত্তর ২৪ পরগনার মালঞ্চ এলাকায়। বিল্লাল বিশ্বাস, যার বাড়ি বিরাটি এলাকায় ও পঞ্চম জন শফিক সদ্দার। তাঁর বাড়িও বিরাটি এলাকায়। ধৃতদের কাছ থেকে তিনটি ১০৭ গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


ফের রাজ্য সফরে নাড্ডা


ফের বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেয়েই বঙ্গ সফরে নাড্ডা (JP Nadda)। কাল রাতে কলকাতায় (Kolkata) আসছেন জেপি নাড্ডা, পরশু নদিয়ায় জনসভা। বৃহস্পতিবার সকালে নাড্ডাকে সম্বর্ধনা, তারপরেই মায়াপুর সফর। ইসকন মন্দির (Temple) ঘুরে দেখার পরে পরশু বেথুয়াডহরিতে জনসভা। জনসভার পরে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে ফিরবেন কলকাতায়। লোকসভা ভোটের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই। জুন, ২০২৪ পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি রইলেন জেপি নাড্ডা।