কলকাতা: 'কেন লেখা হয়েছে না জেনে কোনও মন্তব্য করা যায় না', (Madhyamik Test Paper) মাধ্যমিকের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' (Azad kashmir Controversy) ম্যাপ পয়েন্টিং কেন করতে দেওয়া হয়েছে প্রশ্নের জবাবে এমনই বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক (TMC State General Secretary) কুণাল ঘোষ। তবে এতেই শেষ করেননি তিনি।


আর কী বললেন কুণাল?
তৃণমূল নেতার ব্যাখ্যা, 'সাদা চোখে অবশ্যই মনে হয়, এটা নিশ্চয়ই করা যায় না। কিন্তু বিষয়টির নিন্দা করতে গিয়ে লেখা হয়েছে, বিরোধিতায় লেখা হয়েছে নাকি কোনও প্রেক্ষিত বোঝাতে গিয়ে লেখা, সেটি না দেখে মন্তব্য করা সম্ভব নয়।' কিন্তু একই সঙ্গে শব্দবন্ধটির উল্লেখ না করেই কুণাল বলেন, 'ওই জিনিসটির অস্তিত্ব আমরা মানি না।' পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' শব্দবন্ধটির হদিস মেলার পর থেকে তুমুল তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। বিজেপি নেতা রাহুল সিনহার অভিযোগ, নেপথ্যে কোনও 'জেহাদি' শক্তির হাত রয়েছে। কিন্তু ঠিক বলছে পর্ষদ?


পর্ষদের প্রতিক্রিয়া...
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের  বক্তব্য, 'এটা যখন নজরে এসেছে, তখন আমরা চেষ্টা করছি যে এটার যদি সংশোধন করা সম্ভব হয় তা হলে সেটা করে নেওয়া বা যদি ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় তা হলে সেটা দেওয়া। বিষয়টি কী ঘটেছে, এটা জানব। এবং জানতে পারলে ওয়েবসাইটে দিয়ে দেব। দ্বিতীয়ত, যাঁরা প্রশ্ন তৈরি করেছেন ও যাঁরা সেই প্রশ্নের এডিটিং করেছেন তাঁদের সঙ্গে কথা বলব। তার পর বোর্ডের যে আইন রয়েছে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।'


একনজরে কাশ্মীর...
জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক স্তরে অখণ্ড কাশ্মীরের দাবি ও পাকিস্তানের বেআইনি দখলদারির বিরুদ্ধে বার বার সুর চড়িয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জের অধিবেশন হোক বা কূটনৈতিক শীর্ষবৈঠক, অখণ্ড জন্মু ও কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ সে ব্যাপারে স্পষ্ট ও অনড় অবস্থান নিয়েছে নয়াদিল্লি। সঙ্গে ইসলামাবাদকে দ্রুত বেআইনি দখলদারি ছেড়ে দিতে কড়া বার্তা দেওয়া হয়েছে। অল্প কথায় এটি এমন এক আন্তর্জাতিক সমস্যা যার এখনও সমাধান হয়নি। তার মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে তুমুল আলোড়ন। কোন পথে হাঁটবে পর্ষদ?


আরও পড়ুন:রাজ্যে বেবিফুডের আকাল, হাসপাতালে সদ্যোজাতদের নিয়ে বাবা-মায়ের ভিড়