বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : তৃণমূল ছাত্র পরিষদের ( TMCP ) প্রতিষ্ঠা দিবসে কলকাতায় না গেলে দ্বিতীয় বর্ষের ছাত্রের পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ উঠল। অভিযোগের তির পূর্ব মেদিনীপুরের ( East Midnapore ) পাঁশকুড়ার সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও এক প্রাক্তনীর বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা সঞ্জীব গোজ নাকি বলেন, 'তুই যদি না আজ কলেজে আসিস, তুই যেদিনই কলেজে আসবি, সেদিন তোর ঠ্যাং ভেঙে দেব বলে দিচ্ছি। মেরে ঠ্য়াং ভেঙে দেব একেবারে।' ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ। 


যাদবপুরকাণ্ডের ( Jadavpur University Student Death ) রেশ কাটার আগে এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও কি সংক্রমিত র‍্যাগিং? উঠছে প্রশ্ন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় না গেলে দ্বিতীয় বর্ষের ছাত্রের পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, তাও কি ব়্যাগিং নয় ? 


অভিযোগটা আসলে কী। অভিযোগের তির, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও এক প্রাক্তনীর বিরুদ্ধে। শ্যামসুন্দরপুর পাটনার সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের  ইংরেজি বিভাগের এক পড়ুয়ার অভিযোগ, ২৮ অগাস্ট, TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতায় যেতে চাপ দেওয়া হচ্ছিল। রাজি না হওয়ায় কলেজে ঢুকলে তাঁর পা ভেঙে দেওয়া হবে বলে হুমকি দেন এডুকেশন অনার্সের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ও TMCP নেতা সঞ্জীব গোজ ও প্রাক্তনী এবং পাঁশকুড়ার TMCP ব্লক সভাপতি শুভ রায়।  হুমকির সেই অডিও ভাইরাল হয়েছে।  


কী শোনা গিয়েছে ভাইরাল সেই অডিও ক্লিপে। অভিযুক্ত TMCP নেতার গলায় শোনা গিয়েছে, কালকে কলেজ আসবি। ছাত্র পরিষদের সঙ্গে দেখা করবি। অভিযোগকারী ছাত্রর প্রশ্ন কেন? অভিযুক্ত TMCP নেতা সঞ্জীব গোজ বলছেন, দরকার আছে তোর সঙ্গে। এরপর কথা এগোলে তাকে বলতে শোনা গিয়েছে, তুই যদি না আজ কলেজে আসিস, তুই যেদিনই কলেজে আসবি, সেদিন তোর ঠ্যাং ভেঙে দেব বলে দিচ্ছি। মেরে ঠ্য়াং ভেঙে দেব একেবারে। ...তুই রেকর্ডিং কর। দিয়ে কোন নেতাকে পাঠাবি পাঠা। তারপর আমি দেখে নিচ্ছি। 

আরও পড়ুন:


যাদবপুরকাণ্ডে চাপ বাড়িয়ে এবার চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের


এবিপি আনন্দ যদিও এই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। কলেজ কর্তৃপক্ষ ও অ্যান্টি-র‍্যাগিং কমিটির কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী ছাত্রের বাবা। 


অভিযোগকারী ছাত্র প্রদীপকুমার ঘনা জানিয়েছেন, আমার বিরুদ্ধে বাজে কথা বলে। আমি জুনিয়রদের বলি পাশে আছি। মেরে পা ভেঙে দেবে বলে হুমকি দেয়। প্রতিষ্ঠা দিবসে সবাইকে যেতে চাপ দেয়। ১৫ অগাস্ট কলেজে যাই, তখন এই ফোন করে হুমকি। 


ক্লাস থেকে শিক্ষককে বের করে দিয়ে, দলের নামে ব্যক্তিগত কুৎসা করা হচ্ছিল। তাই ডেকে পাঠানো হয়েছিল ওই ছাত্রকে, সাফাই TMCP নেতৃত্বের।  অভিযোগ পেয়ে বৃহস্পতিবার, বৈঠকে বসে অ্যান্টি-র‍্যাগিং কমিটি।