বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর:  বাংলা আবাস যোজনায় অনিয়মের অভিযোগ। ২০১৯-২০ অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা পেয়েও যাঁরা বাড়ি তৈরির কাজ শুরু করেননি, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এগরা ও নন্দকুমার ব্লকের অনেকের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


বাংলা আবাস যোজনার টাকা পেয়েছেন। অথচ দীর্ঘ সময়ের পরেও বাড়ি তৈরির ভিতটুকুও খোঁড়া হয়নি। এমন অভিযোগের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য ৩ কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেয় রাজ্য সরকার।


অভিযোগ, ২০১৯-২০ অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও অনেকে বাড়ি তৈরির কাজে হাতই দেননি। সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে প্রথমে টাকা ফেরানোর জন্য আইনি নোটিস পাঠানো হচ্ছে।নির্দিষ্ট সময়ের পরেও টাকা না ফেরালে অভিযোগ দায়ের হচ্ছে থানায়।এগরা ও নন্দকুমার ব্লক এলাকায় এমন অনেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


সরকারি নিয়ম অনুযায়ী, আবাস যোজনার আবেদনকারীর নথি গ্রাহ্য হলে প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা দেওয়া হয়। বাড়ির প্রথম পর্যায়ের কাজ হয়ে গেল, তার নথি ও ছবি আপলোড করতে হয় সরকারি পোর্টালে। তার ভিত্তিতে পরবর্তী কিস্তির ৫০ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। শেষ পর্যায়ে বাকি ১০ হাজার টাকা পান উপভোক্তা।


কিন্তু এই নিয়মই অনেকে মানছেন না বলে অভিযোগ। বিষয়টিতে লেগেছে রাজনীতির রং। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের শাসক দলের নেতাদের কাটমানি না দিয়ে কেউই একটা ইঁট গাঁথতে পারেনা। ফলে তৃনমূল নেতাদের বাঁচাতে উপভোক্তাদের বলির পাঁঠা করা হচ্ছে।


তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডল পাল্টা বলেছেন, বিজেপি সব কিছুতেই রাজনীতি দেখে।


পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকেই আবাস যোজনায় দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর।