সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া : রবিবার রাখিবন্ধন উৎসব। কিন্তু তার আগেই প্রাক রাখি উৎসব পালন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শনিবার প্রাক রাখি উৎসবে এলাকার মানুষদের রাখি পরিয়ে দিলেন চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা। যদিও শাসক দলের প্রাক রাখি বন্ধন উৎসব পালনকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
জানা যাচ্ছে, রাখিবন্ধন উৎসবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর লক্ষেই শাসকদল। রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে কোথাও কন্যাশ্রী, কোথাও স্বাস্থ্যসাথী আবার কোথাও রূপশ্রী প্রকল্পে রাখি তৈরি করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। রবিবার রাখি পূর্ণিমার আগেই এই উৎসবকে হাতিয়ার করে বিভিন্ন সরকারি প্রকল্পের সাফল্যকে জনগণের কাছে তুলে ধরার জন্যই এই প্রাক রাখি উৎসবের আয়োজন করে তৃণমূল। শুধু শনিবারই নয়, জানা যাচ্ছে রবিবার রাখির দিনও অভিনব রাখিবন্ধন পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে এবং এই প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে জানানোই প্রাক রাখি উৎসবের মূল লক্ষ বলে সূত্রের খবর।
এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে প্রাক রাখি উৎসব পালন করেন। তিনি বলেন, 'এই ঘড়ির মোড়ই চুঁচুড়ার প্রাণকেন্দ্র। তাই আগামিকাল রাখি উৎসবের আগেই সরকারি প্রকল্পের প্রচারের কারণে প্রাক রাখি উৎসব পালন করছি আমরা। আগামীকালও এভাবেই রাখি বন্ধন উৎসব পালন হবে। যাতে কোনও মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হন, সেদিকে দেখাই আমাদের মূল লক্ষ্য।'
যদিও তৃণমূল কংগ্রেসের প্রাক রাখি উৎসব পালনকে একেবারেই ভাল চোখে দেখছে না বিজেপি। বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ এই প্রসঙ্গে বলেন, 'করোনার বিধি নিষেধ কেবলমাত্র সাধারণ মানুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। করোনা পরিস্থিতিতেও তৃণমূল যা খুশি করে যাচ্ছে, তার কোনও বিধিনিষেধ নেই। কখনও দলে যোগদান মেলা চলছে তো কখনও রাখি উৎসব চলছে। রবিবার রাখি পূর্ণিমা। আর আগে থেকেই তৃণমূল রাখিবন্ধন সেলিব্রেট করতে শুরু করে দিয়েছে। রাখির মতো একটা পবিত্র অনুষ্ঠানকেও তৃণমূলীরা নিজেদের প্রকল্পের প্রচারের কাজে ব্যবহার করছে। এলাকার বিধায়কও এই নোংরা রাজনীতির মধ্যে নেমে পড়েছেন। কেন্দ্রীয় সরকারেরও বহু প্রকল্প আছে। সেই প্রকল্পগুলোকেও যদি রাখিতে রূপান্তরিত করতে হয়, তাহলে একশোটা রাখি উৎসব পালন করতে হবে। আমরা এরকম নোংরা রাজনীতি করি না। আমাদের উৎসব উৎসবের জায়গায়। আর রাজনীতি রাজনীতির জায়গায়। রাখি বন্ধন ভাই-বোনের মেলবন্ধনের উৎসব। সেখানেও রাজনীতি করছে তৃণমূল। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা শাসক দলের এমন কাজকে ধিক্কার জানাচ্ছি।'