ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ভগবানপুরে (Bhagbanpur) বিজেপি (BJP) নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মৃতের নাম ভাস্কর বেরা। ভগবানপুরের (Bhagbanpur) বিজেপি (BJP) বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির দাবি, ভাস্কর বাসুদেববেড়িয়া এলাকার ১১৪ নম্বর বুথের সাধারণ সম্পাদক ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, গ্রামে কালীপুজো উপলক্ষে গতকাল ওই বিজেপি নেতাকে কয়েকজন ডেকে নিয়ে যায়।
তার পর বেধড়ক মারধর করে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে বিজেপি নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিজেপির দাবি, ভোটের পর থেকে এলাকায় সন্ত্রাস চলছে। তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে দাবি। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
গত ৬ নভেম্বরও একই ঘটনা ঘটে, ভগবানপুরে (Bhagabanpur) রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপি (BJP) নেতাকে পিটিয়ে ও কুপিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মৃতের নাম চন্দন মাইতি। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার পথে, বছর আটত্রিশের ওই বিজেপি (BJP Leader) নেতাকে ফোন করে ডাকা হয়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
এর ঘণ্টাদুয়েক পর, বাড়ি থেকে বেশি কিছুটা দূরে রাস্তার ওপর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিজেপি নেতাকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত (Murder Case) বলে ঘোষণা করা হয়। বিজেপির অভিযোগ, ভোটের সময় থেকেই তৃণমূলের (TMC) নিশানায় ছিলেন দলীয় নেতা। তাঁর খুনের পিছনে শাসকদলের হাত রয়েছে বলে অভিযোগ। থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
উল্লেখ্য, বনগাঁয় বিজেপি কর্মীদের গায়ে হাত পড়লে অথবা তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হলে, তৃণমূলের সংসদীয় জেলা সভানেত্রী অক্ষত অবস্থায় নিজের এলাকায় ফিরতে পারবেন না। এই মর্মে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের বনগাঁ সংসদীয় জেলার সভানেত্রী।
আরও পড়ুন: Hooghly News: পারিবারিক অশান্তি? বৃদ্ধকে মাথা থেঁতলে খুন, আটক অভিযুক্ত মেয়ে