ঋত্বিক প্রধান, কাঁথি (পূর্ব মেদিনীপুর): পরিত্যক্ত বাড়ি ভাঙতে গিয়ে বিপত্তি। বাড়ির ভিতর যে লুকিয়ে রয়েছে বিপদ, তা বোধহয় ঘুণাক্ষরেও জানতেন না গৃহবর্তা। আর তাই গতকাল অর্থাৎ বুধবার সন্ধেয় নিজেরই পাকা বাড়ির পাশের পরিত্যক্ত কাঁচা বাড়ি ভাঙার কাজে হাত লাগিয়েছিলেন তিনি। হটাৎ বিকট শব্দ। বোমা ফেটে গুরুতর জখম হন ওই গৃহকর্তা। সত্বর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বুধবার, কাঁথি দেশপ্রাণ ২ নম্বর ব্লকের গোরসাউরি গ্রামে।


বাড়ি ভাঙতে গিয়ে বিপত্তি


ঠিক কী ঘটেছিল? পরিবার সূত্রে জানা যাচ্ছে, বাড়ির ওই অংশ পরিত্যক্ত হয়ে পড়েছিল অনেকদিন। পাশেই পাকা বাড়িতে বসবাস করে ওই পরিবার। বুধবার পুরনো, পরিত্যক্ত মাটির বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন গৃহকর্তা দিবাকর বারিক। সন্ধেয় একাই কাজ করছিলেন তিনি। সকাল থেকেই দেওয়াল ভাঙার কাজ চলছিল। দেওয়াল ভাঙার কাজ চলাকালীন বিস্ফোরণ হয়। বোমা ফেটে গুরুতর জখম হন ওই গৃহকর্তা। সত্বর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক। 


আরও পড়ুন: Jaya Ahsan Exclusive: সোশ্যাল মিডিয়ার মন্তব্য গায়ে লাগে না, সামনে এসে কেউ মতামত দিলে মেনে নেব: জয়া


ঘটনাই ইতিমধ্যেই কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এসে গোটা এলাকা ঘিরে ফেলেছে। দড়ি দিয়ে ঘেরা আছে গোটা এলাকা। কে বা কারা বোমা রাখল তা নিয়ে তদন্ত চলছে। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পরে পুলিশ জানিয়েছে, তাঁরা জানাচ্ছেন বাড়ির এই অংশ দীর্ঘদিন থেকেই পরিত্যক্ত পড়েছিল। ফলে কে বা কারা সেই বাড়িতে বোমা রেখে গিয়েছেন সেই সম্পর্কে তাঁরা কিছুই জানেন না।'


সদ্যই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ময়না (Moyna) ব্লকের গোড়ামাহাল গ্রামে থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ বোমা। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ।