ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ। কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা


SSC’র নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। তদন্ত করছে CBI। এই অবস্থায় অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগে কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ে অধ্যক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, ২০১৬ সালে কলেজে অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতি হয়েছে। দুর্নীতির সঙ্গে যুক্ত কলেজের তৎকালীন পরিচালন সমিতির সভাপতি দিব্যেন্দু অধিকারী ও অধ্যক্ষ। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য আবেদ আলি খানের কথায়, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১ থেকে ৫ নম্বরে থাকা প্রার্থীদের বাদ দিয়ে ৬ নম্বরে থাকা প্রার্থী, যিনি দিব্যেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, তাঁকে চাকরি দেওয়া হয়েছিল।


যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুবিকাশ জানার কথায়, যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়, নিয়ম মেনেই নিয়োগ হয়েছে। কোনও দুর্নীতি হয়নি। কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ের তৎকালীন পরিচালন সমিতির সভাপতি তথা তমলুকের সাংসদ ও শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এ’বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।


কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিতের কথায়, তৃণমূলের গোটাটাই মিথ্যের উপর, যেহেতু অধিকারী পরিবার বিজেপিতে তাই দোষারোপ করার চেষ্টা। সব মিলিয়ে, অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে সরগরম কাঁথির রাজনীতি। 


ভাঙড়ে বিক্ষোভ: পাওয়ার গ্রিড নিয়ে ফের উত্তপ্ত ভাঙড়। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে, প্রতিবাদে সামিল হল জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। হঠকারিতা ঠিক নয়, পাল্টা বললেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবেন বারুইপুরের মহকুমাশাসক।


আরও পড়ুন: North 24 Pargana News: আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে 'ঘুষ', অভিযুক্ত তৃণমূল পরিচালিত পঞ্চায়তের প্রধান