বিটন চক্রবর্তী ও সৌমেন চক্রবর্তী: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে CBI তদন্তের দাবি করে পোস্টার পড়ল তাঁরই খাসতালুক হলদিয়ায়। এ’নিয়ে নাম না করে তৃণমূলকে (TMC) আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল (TMC)।


সারদা কেলেঙ্কারির CBI-তদন্ত নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারির দাবিতে কলকাতা থেকে জেলায় পথে নেমেছে তৃণমূল। এই অবস্থায়, এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে CBI তদন্তের দাবি করে পোস্টার পড়ল তাঁরই খাসতালুক হলদিয়ায়।


সোমবার হলদিয়ার (Haldia) রানিচক, ক্ষুদিরাম কলোনি ও গান্ধীনগরের বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার দেখা যায়। কিন্তু, কারা এই পোস্টার দিল? তার কোনও উল্লেখ নেই পোস্টারে।


এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, যন্ত্রণা, যন্ত্রণা ভাইপো করিয়েছে, যন্ত্রণা পেটে ব্যথা হলে বাবা গো-মা গো করে, ওই জন্য অমিত শাহজি (Amit Shah) ও আমাকে টার্গেট করেছে, কোনও অসুবিধে নেই।


অন্যদিকে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতির কথায় সৌমেন মহাপাত্রর কথায় তৃণমূলের এত দৈনদশা হয়নি যে, ওর নামে পোস্টার দিতে হবে।


শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে (Purba Midnapur) গত বিধানসভা নির্বাচনে ১৬টি বিধানসভার মধ্যে তৃণমূল জেতে ৯টি আসনে। বিজেপি জেতে ৭টি আসনে।এই অবস্থায়, সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুরের রাজনীতি।


শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari সভা করে যাওয়ায়, সভাস্থল ও রাস্তা গঙ্গাজল দিয়ে শুদ্ধ করল তৃণমূল। গলায় ঝোলানো অমিত শা-র ছবি দিয়ে পাপ্পু লেখা প্ল্যাকার্ড। আজ এই ছবি দেখা গেল হুগলির উত্তরপাড়ায়। ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়ে গতকাল এখানে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল এখানেই পাল্টা সভা তৃণমূলের (TMC)।


শাসক শিবিরের দাবি, শুভেন্দুর মিথ্যাভাষণে উত্তরপাড়ার মাটি অপবিত্র হয়েছে। আজ ঝাঁট দিয়ে, গঙ্গাজল দিয়ে ধুয়ে সভাস্থল ও জিটি রোডের দোলতলা থেকে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করেন তৃণমূল কর্মীরা। নেতৃত্বে ছিলেন উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। রাজ্যে ক্ষমতায় আসার আগে আমরাই গঙ্গাজল দিয়ে সব শোধন করব, পাল্টা কটাক্ষ বিজেপির (BJP)।


আরও পড়ুন: Mamata Banerjee : ভগবান কি একশো শতাংশ নিয়ন্ত্রণ করতে পারেন? প্রশ্ন তুললেন মমতা