বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর:  হলদিয়ায় এক্সাইড কাণ্ডের দু’মাসের মধ্যে পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় গঠিত হল INTTUC-র নতুন কমিটি। শিল্পাঞ্চলের শ্রমিকদের কোনও অভিযোগ থাকলে, তা সরাসরি জানানোর জন্য শাসকদলের শ্রমিক সংগঠনের তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করা হয়েছে। তা নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। 


রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের কোনও অভিযোগ থাকলে, তা সরাসরি জানানোর জন্য হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। ওই হেল্প লাইন নম্বরটি হল - 6292 262 463


শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় INTTUC-র নতুন কমিটি ঘোষণা করে ওই হেল্পলাইন নম্বর সামনে আনেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 


হেল্পলাইন নম্বর সম্বলিত এই পোস্টার দিয়ে, হলদিয়া সহ রাজ্যের সব শিল্পাঞ্চল এলাকায় প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। হলদিয়ায় এক্সাইড কাণ্ডের ৫২ দিনের মাথায় শাসক দলের শ্রমিক সংগঠনের এই তৎপরতা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 


আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, শ্রমিক নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এক্সাইডে এমন অভিযোগে দুজন গ্রেফতার। ভবিষ্যতে এমন অভিযোগ উঠলে তা সরাসরি যাতে রাজ্য নেতৃত্বকে জানাতে পারেন, সেই জন্য  প্রত্যেক শিল্প সংস্থার গেটে ও জনবহুল এলাকায় টোল ফ্রি নম্বর দিয়ে বোর্ড লাগানো হচ্ছে।


হলদিয়ায় এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে গত ১৮ জানুয়ারি গ্রেফতার হন INTTUC-র জেলাস্তরের দুই শীর্ষ নেতা। তমলুক সাংগঠনিক জেলার তত্কালীন আইএনটিটিইউসি সভাপতি তাপস মাইতি ও হলদিয়া শিল্পাঞ্চলের বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, দু’জনকেই সাসপেন্ড করে তৃণমূল।  


ওই ঘটনার দু’মাসের মধ্যে তমলুক সাংগঠনিক জেলায় গঠিত হল INTTUC-র নতুন কমিটি। নতুন কমিটির মাথায় রয়েছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তুষার মণ্ডল এবং হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল। ন্ডল। এছাড়াও সভাপতি ও দুই সহ সভাপতি ছাড়াও রয়েছেন দুই সাধারণ সম্পাদক, চার সম্পাদক,  হিসাব রক্ষক সহ ১২ জন সদস্য। নতুন এই জেলা কমিটিতে হলদিয়া, তমলুক ও কোলাঘাটের নেতারা রয়েছেন।