অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: গঙ্গার নিচ দিয়ে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) ট্রায়াল রান। চলবে প্রায় ৭ মাস। চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা আশাবাদী, মেট্রো কর্তারা।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান: একপারে কলকাতা, অপর পারে হাওড়া। মাঝখানে বয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গার নিচ দিয়ে দুই পাড়ের দুই শহরকে জুড়ে দিল মেট্রো। ইতিহাসের পাতায় একসঙ্গে নাম লেখা হল দুই শহরের।গত ১২ তারিখ হয়েছিল রেক মুভমেন্ট টেস্ট রান।বৃহস্পতিবার থেকে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রায়াল রান। প্রথম গতি দেখা হবে। বাড়ানো হবে। রেক পরীক্ষা হবে। সুরক্ষার দিক গুলি দেখা হবে। এদিন বেলা ১২টা নাগাদ একটি রেক হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যায়। পরে ফিরে আসে সেটি।
এসপ্ল্য়ানেড থেকে হাওড়া ময়দানের দূরত্ব ৪.৮ কিলোমিটার। দুই প্রান্তিক স্টেশনের মধ্যে রয়েছে ২টি স্টেশন মহাকরণ ও হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনই ভারতের গভীরতম রেল স্টেশন। গঙ্গা নদীর নিচ দিয়ে গিয়েছে ৫২০ মিটার রেলপথ। মেট্রোয় ওই পথ পেরোতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড। মেট্রো কর্তারা জানিয়েছেন, আগামী ৭ মাস ট্রায়াল রান চলবে। ট্রায়াল রাল সফল হলে মিলবে সেফটি সার্টিফিকেট। সব কিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা।
গত সপ্তাহে গঙ্গার নিচ দিয়ে সফলভাবে শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক মুভমেন্ট টেস্ট রান। আগেই চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর বিষয়ে আশাপ্রকাশ করেছে রেল। ২০২৪-এর মে-জুন মাসের মধ্যে সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে জানালেন রেল বোর্ডের এক সদস্য। অর্থাৎ আর ১ বছর ২-৩ মাস পরে সল্টলেক থেকে মেট্রোয় চেপে গঙ্গার নিচ দিয়ে একেবারে পৌঁছে যাওয়া যাবে হাওড়ায়। মেট্রোয় যুক্ত হয়ে যাবে গঙ্গাপাড়ের টুইন সিটি কলকাতা ও হাওড়া।
ইস্ট ওয়েস্ট মেট্রোর, সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ইতিমধ্যেই মেট্রো পরিষেবা শুরু হয়েছে। অন্যদিকে, চলতি বছরের শেষে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা শুরুর বিষয়ে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। মাঝে বাকি রয়েছে শুধুমাত্র শিয়ালদা থেকে এসপ্লানেডের অংশ। এই অংশের মধ্যেই রয়েছে বউবাজার! যেখানে মেট্রোর কাজের জেরে মাটি ধসের ফলে ফাটল ধরে একাধিক বাড়িতে। এক-দু'বার নয়, তিনবার এমনই বিপর্যয়ের জেরে থমকে যায় মেট্রো রেলের কাজ। সম্প্রতি সেই কাজ ফের শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেই কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর তা হয়ে গেলেই, ট্রায়াল রান শুরু হবে। তারপর চূড়ান্ত ছাড়পত্র মিললেই শুরু হয়ে যাবে মেট্রোর গ্রিন লাইনের যাত্রী পরিষেবা।
আরও পড়ুন: WBJEE 2023 Admit Card: জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডমিট কার্ড প্রকাশিত, কীভাবে করবেন ডাউনলোড?