কলকাতা: চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডমিট কার্ড (WBJEE 2023 Admit Card) প্রকাশিত হল। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in এই ঠিকানায় গিয়ে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করা হয়েছে। বোর্ড সূত্রে খবর, ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে OMR শিটে।
ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচারের বিভিন্ন বিষয় নিয়ে পড়ার জন্য এই পরীক্ষার আয়োজন করে থাকে বোর্ড। একাধিক কলেজ ভর্তির মূল পরীক্ষা হল এই জয়েন্ট এন্ট্রান্স।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
- প্রথমে wbjeeb.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর WBJEE অপশনে ক্লিক করতে হবে।
- ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করতে হবে।
- সেখানে পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করতে হবে।
- এরপর পাওয়া যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন পাওয়া যাবে।
এদিকে 'দুর্নীতি' রুখতে অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন (Central Online System)। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তিতে ছাড়পত্র দিল মন্ত্রিসভা। স্নাতকস্তরে কলেজে (Admission in Graduation Level) ভর্তিতে রাজ্যে একটাই পোর্টাল। যে কোনও কলেজ (College), বিশ্ববিদ্যালয়ে (University) অনলাইনে করা যাবে আবেদন। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের শেষেই কেন্দ্রীয়ভাবে ওয়েব বেসড অনলাইন ভর্তির পোর্টাল (Portal) তৈরি করা শুরু করে রাজ্য (West Bengal)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পোর্টাল মারফত স্নাতকে ভর্তি করানোকে লক্ষ্য করা হয়। দেখভালের জন্য ১০ সদস্যের কমিটি গড়ে সরকার (Govt)। যদিও এর আগে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে পিছু হঠেছিল রাজ্য সরকার। গত বছরই শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছিলেন, ‘আপাতত এবছর স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়’। পরিকাঠামোগত প্রস্তুতির অভাবে কেন্দ্রীয় অনলাইন নয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান হয়।' এবারে শেষমেশ কেন্দ্রীয় অনলাইনে ভর্তি করার বিষয়ে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা।
আরও পড়ুন: Jobs In Kolkata: চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে হচ্ছে নিয়োগ, কীভাবে আবেদন করবেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI