অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) কাজের জন্য় বউবাজারের দুর্গা পিতুরি লেনের ২টি বাড়ি খালি করতে বাসিন্দাদের নোটিস দেওয়া হল। দু-একদিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। মেট্রোরেল (Metro Rail) কর্তৃপক্ষের নোটিস পেয়ে আশঙ্কায় ভূগছেন বাড়িগুলির বাসিন্দারা। 


নিজেদের ভিটেমাটি ছেড়ে, হোটেলে আশ্রয়। মেট্রো বিপর্যয়ের জেরে বারবার এই দুঃসহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বউবাজারের একাংশের বাসিন্দাদের সেই অনিশ্চয়তাই কি আবার ফিরতে চলেছে ? এই প্রশ্নেই এখন ঘোর দুশ্চিন্তায় বউবাজারের দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেনের বাসিন্দারা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর আপৎকালীন প্য়াসেজ বা egress shaft তৈরি হবে বউবাজারে। সেই কাজের জন্য ৬-এ দুর্গা পিতুরি লেন এবং ৯ নম্বর দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের বাড়ি খালি করার নোটিস দিয়েছে মেট্রোরেল।  


সকালে নোটিস সাঁটিয়ে প্রথমে মঙ্গলবারই বাড়ি খালি করতে বলা হয়। পরে মেট্রোরেলের তরফে বাসিন্দাদের জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে মেশিন কাজ করছে না। সেই কারণে দু-একদিন বাদে বাড়ি খালি করতে পারেন বাসিন্দারা। কাজ শেষ হলে ১৯ জুন তাঁদের বাড়িতে ফেরানো হবে বলে জানানো হয়েছে। মেট্রোর কাজে ফাটলের জেরে অতীতে একটা দীর্ঘ সময় বউবাজারের বাসিন্দাদের একাংশকে হোটেলে থাকতে হয়েছে। কিন্তু অতীতের দুঃসহ অভিজ্ঞতার কারণে আশঙ্কায় ভূগছেন অনেকেই।


সোমবার দু্র্গা পিতুরি লেন পরিদর্শন করে মেট্রোরেলের হাই পাওয়ার কমিটি। এরপরে কলকাতা পুরসভার সঙ্গে কথা বলে নোটিস দেওয়া হয় দুর্গা পিতুরি লেনের ২টি বাড়ির বাসিন্দাদের। মেট্রোরেল সূত্রে খবর, আপাতত ২টি বাড়ির বাসিন্দাদের নোটিস দেওয়া হলেও, প্রয়োজনে আরও বাড়ি খালি করতে বলা হতে পারে। 


গত বছরে ফাটল-আতঙ্ক ফিরেছিল বউবাজারে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য ফের একের পর এক বাড়িতে ফাটল ধরে। আতঙ্কে ঘর ছাড়লেন মদন দত্ত লেনের ১৫০-রও বেশি বাসিন্দা। ৩ বছরের মধ্যে ৩বার, কেন বারবার একই ধরনের বিপত্তি ? মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ঘরছাড়ারা।                                                                          


আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের