অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কথায় বলে, সেজেগুজে রইলাম বসে, পালকি নেই তো যাব কীসে! অনেকটা এই অবস্থা কলকাতা মেট্রোর। সম্পূর্ণ হয়ে গিয়েছে শিয়ালদা মেট্রো স্টেশনের কাজ। ৩ মাসের সময়সীমা শেষে আরও ৩ মাস সময় বাড়িয়েছেন CRS। কিন্তু রেল বোর্ড এখনও দিন ঘোষণা না করায় আটকে আছে উদ্বোধন।
অব্যাহত ধোঁয়াশা
কাজ শেষ হওয়ার পর, গত মার্চেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুরুত্বপূর্ণ স্টেশন শিয়ালদা ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বা CRS। পরীক্ষায় পাস করার পর উদ্বোধনের জন্য ৩ মাস সময়ও দেন তিনি। এরই মধ্যে পেরিয়ে গিয়েছে পয়লা বৈশাখের নির্ধারিত দিন, কলকাতা ঘুরে গিয়েছেন রেলমন্ত্রী। কিন্তু উদ্বোধন হয়নি শিয়ালদা মেট্রো স্টেশনের। কবে হবে? এখনও ধোঁয়াশা।
কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেছেন, 'আমরা অ্যাপ্লাই করেছি, তৈরি আছি। ৩ মাসের এক্সটেনশন পেয়েছি, রেল বোর্ড তারিখ ঘোষণা করলেই উদ্বোধন করা হবে।'
উদ্বোধনের অপেক্ষা
মেট্রো সূত্রে খবর, শিয়ালদা স্টেশনের উদ্বোধন হলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি আয় বাড়বে মেট্রোর। উদ্বোধনের জন্য সময় বাড়িয়েছেন CRS। মেট্রো কর্তৃপক্ষ বলছে, তারা তৈরি। কিন্তু তৈরি স্টেশন দিন গুণছে উদ্বোধনের অপেক্ষায়।
প্রসঙ্গত, শিয়ালদায় মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার বিশেষভাবে সক্ষমদের জন্য। প্রতিদিন শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন লক্ষাধিক যাত্রী। মেট্রোরেল পরিষেবা শুরু হলে সময় অনেকটাই কম লাগবে নিঃসন্দেহে। ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন চালু হলে একদিকে যেমন বাড়বে যাত্রী সংখ্যা। তেমনই লাভের মুখ দেখবে বলে মেট্রো, বলে আশা করছে কর্তৃপক্ষ। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। মাটির ওপরের মতো মাটির নীচেও ভিড় যথেষ্ট বেশি হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন- রাজ্যে ফের কি বিষমদের জেরে মৃত্যু? ঝলকে আগের মর্মান্তিক ঘটনাগুলো