অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ থেকে দু'দফায় আট দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ থাকবে। বৌবাজার অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে, তার প্রস্তুতির জন্য এই সপ্তাহে আজ থেকে রবিবার পর্যন্ত চারদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। আগামী সপ্তাহে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আরও চারদিন বন্ধ থাকবে মেট্রো চলাচল। (East West Metro)


আজ থেকেই দু'দফায় বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। চলতি সপ্তাহেও বৃহস্পতি থেকে রবি এবং আগামী সপ্তাহেও বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। এই মুহূর্তে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রো চলাচল করে। শিয়ালদা থেকে বৌবাজার হয়ে গ্রিন লাইনে মেট্রো চলাচল শুরুর প্রস্তুতি চলছে। তার জন্যই দফায় দফায় মোট আটদিন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত। (Kolkata Metro)


মেট্রো কর্তৃপক্ষ যে বিবৃতি প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত গ্রিন লাইনে ১৩-১৬ এবং ২০-২৩ ফেব্রুয়ারি CBTC সিগনাল পরীক্ষা করে দেখা হবে। চার দিন করে দুই সপ্তাহের আট দিন গ্রিন লাইনে তাই পরিষেবা মিলবে না। হাওড়া-কলকাতা এবং সল্টলেক-শিয়ালদা রুটে রোজ প্রচুর মানুষের যাতায়াত। পরিষেবা বন্ধ থাকলে দুর্ভোগে পড়তে হবে তাঁদের। এই অসুবিধের জন্য ক্ষমাও চেয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।



ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর, যা সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিস্তৃতি, তাকে গ্রিন লাইন বলা হয়। কলকাতায় মেট্রোর এই গ্রিন লাইনের অধীনেই দেশের মধ্যে প্রথম বার জলের নীচ দিয়ে মেট্রো ছুটছে। মহাকরণ থেকে হাওড়া যেতে গঙ্গার নীচ দিয়ে ছেটো মেট্রোর রেক, যার মাধ্যমে হাওড়া এবং ধর্মতলা মেট্রোর মাধ্যমে সংযুক্ত হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে ওই রুটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, গ্রিন লাইনটি দেশের মধ্যে প্রথম Mass Rapid Transit System-ও, যার মাধ্যমে দুই যমজ শহর কলকাতা এবং হাওড়া সংযুক্ত হয়েছে।


কিন্তু এই কাজ মোটেই সহজ ছিল না। শিয়ালদা থেকে ধর্মতলার মধ্যে দূরত্ব ২.৬৩ কিলোমিটার। কিন্তু বৌবাজারে মাটির অবনমনের জন্য বার বার কাজে বাধা আসে। বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয়। ফুঁসে ওঠেন স্থানীয়রা। সেই কারণে পরিষেবা চালু করাও পিছিয়ে যায়। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে, সেই প্রতিবন্ধকতা অতিক্রম করা গিয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি বৌবাজারের নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রানও সম্পূর্ণ হয়। পরিষেবা চালুর আগে শে। মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। আর সেই কারণেই দু'দফায় মোট আটদিন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত।