কলকাতা: অগ্নিপথ বিক্ষোভের আঁচ। বেশি প্রভাব পড়েছে রেল পরিষেবায়। রেলমন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে ১৮১টি মেল এক্সপ্রেস ও ৩৪৮টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব-মধ্য রেল অঞ্চলে বিক্ষোভের আশঙ্কায় আজ আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। একইসঙ্গে ট্রেনের সূচিও পরিবর্তন করা হয়েছে ট্রেনের। 


কোন কোন ট্রেন বাতিল এবং সূচি পরিবর্তন করা হয়েছে?



  • বাতিল করা হয়েছে হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস

  • সাহিবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস

  • হাওড়া-যোগনগরী হৃষিকেশ দুন এক্সপ্রেস

  • শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস

  • আজ সন্ধে ৭টা ১০ মিনিটের পরিবর্তে ২১.০৬.২২ তারিখে রাত ১২টা ১৫ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে মালদা টাউন- দিল্লি ফারাক্কা এক্সপ্রেস।


প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিয়ন্ত্রণ: পাশাপাশি দেশজুড়ে আংশিক বাতিল করা হয়েছে ৪টি মেল এক্সপ্রেস ও ৬টি প্যাসেঞ্জার ট্রেন। দিল্লির শিবাজি ব্রিজ স্টেশনে ট্রেন আটকাল বিক্ষোভকারীরা। আটকে পড়ে হুজুর সাহিব নান্দেড় শ্রী গঙ্গানগর সুপার ফাস্ট এক্সপ্রেস।  অন্যদিকে, ভারত বন‍্‍ধে অশান্তির আশঙ্কায় চেন্নাই ডিভিশনের সমস্ত স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিয়ন্ত্রণ করা হয়েছে। 


অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ভারত বনধ: সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সোশাল মিডিয়ার মাধ্যমে দেশের বেশ কয়েকটি রাজ্যে আজ ২৪ ঘণ্টার ভারত বন‍্‍ধের ডাক দিয়েছে কয়েকটি গণ সংগঠন। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য প্রশাসন। বিহারের ২০টি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভের আশঙ্কায় বিহারে আজ বন্ধ ট্রেন চলাচল। ঝাড়খণ্ড সরকার রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। রাজ্যজুড়ে হাইঅ্যালার্ট জারি হয়েছে পাঞ্জাবে। নিরাপত্তা জোরদার করা হয়েছে হরিয়ানায়। পাশাপাশি, অগ্নিপথ প্রকল্প নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।  


আরও পড়ুন:  Mamata Banerjee: "লাখখানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে'' শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী