কলকাতা: ডাউন লাইনে ট্রেন দেরিতে চলা এবং বাতিল হওয়ার জেরে একাধিক ট্রেনের সূচি পরিবর্তন (Train Rescheduled)। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (Chief Public Relations Officer) কৌশিক মিত্র একটি বিবৃতি জারি করে জানিয়েছেন একাধিক ট্রেনের সূচি পরিবর্তন করা হয়েছে।
কোন কোন ট্রেনের সূচি পরিবর্তন?
- ১২৩৪১ হাওড়া-আসানসোল অগ্নিবিনা এক্সপ্রেস রবিবার সন্ধে ৬টা ২০ মিনিটের পরিবর্তে হাওড়া থেকে সন্ধে ৭টা ৪০ মিনিটে ছাড়বে।
- ১৩০০৯ হাওড়া-যোগ নগরী হৃষিকেশ দুন এক্সপ্রেস রবিবার হাওড়া থেকে রাত ৮টা ২৫ মিনিটের বদলে ৯টা ৪৫ মিনিট ছাড়বে।
- ১২৩৩৩ হাওড়া-প্রয়াগবার বিভূতি এক্সপ্রেস রবিবার রাত ৮টার পরিবর্তে রাত ১০টায় হাওড়া থেকে ছাড়বে।
কর্ড ও মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল: রোড ওভারব্রিজ ভেঙে ফেলার কাজ চলছে। বর্ধমান স্টেশনের ১ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাওয়া পুরনো ওভারব্রিজটি সম্প্রতি ভাঙার কাজ শুরু হয়েছে। তার জন্য ২৬ জানুয়ারি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে ট্রেন চলাচল। আর এই কাজের জন্য হাওড়া-বর্ধমান শাখার কর্ড ও মেন লাইনে আজ মাঝরাত পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন চলাচল। রবিবার এবং আগামী বৃহস্পতিবার হাওড়া-বর্ধমান শাখার কর্ড ও মেন লাইন এবং হাওড়া-ব্যান্ডেল লাইনে বন্ধ লোকাল ট্রেন। বৃহস্পতিবার পর্যন্ত চলবে দুর্ভোগ। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৯ জোড়া মেল-এক্সপ্রেস বাতিল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্ব রেল।
বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানিয়েছে, ব্রিজ ভাঙার কারণে রবিবার ও আগামী বৃহস্পতিবার বাতিল করা হয়েছে, বেশ কিছু মেল, এক্সপ্রেস এবং হাওড়া-বর্ধমান কর্ড ও মেন শাখার লোকাল ট্রেন। সেই সঙ্গে বাতিল হয়েছে বর্ধমান-আসানসোল, বর্ধমান-রামপুরহাট শাখার লোকাল ট্রেনও।বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, মাঝের সোম, মঙ্গল ও বুধবারও এই রুটগুলিতে বেশকিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে, রবিবার হাওড়া-বর্ধমান মেন শাখায় শক্তিগড় পর্যন্ত এবং কর্ড শাখায় মশাগ্রাম পর্যন্ত বেশ কয়েক জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হয়। বর্ধমান-আসানসোল শাখায় লোকাল ট্রেন চলাচল করে গলসি পর্য়ন্ত। রেল সূত্রে খবর, এই কাজের জন্য ১ থেকে ১৩ তারিখের মধ্যে ৪৯ জোড়া মেল ও এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: Malda News: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে ধুন্ধুমার