কলকাতা: ইকো পার্কের (ECO Park) সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় জখম হলেন এক ব্যক্তি। জয়রাইড থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও। পাকড়াওয়ের পরেও পালানোর চেষ্টা অভিযুক্ত যুবকের। পরে আটক।


ফের কলকাতার (Kolkata) রাস্তায় বেপরোয়া জয় রাইড। বাইকের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। বাইক থামাতে গিয়ে আক্রান্ত হলেন ট্রাফিক কনস্টেবল। আজ সকাল ৭.১৫ নাগাদ ইকোপার্কের কাছে কদমপুকুরে রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। অভিযোগ, আচমকা সিগন্যাল ভেঙে দুটি বাইক তীব্র গতিতে এসে তাকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন ব্যক্তি। দায়িত্বে থাকা কনস্টেবল পলাশ বৈদ্য একটি বাইক থামানোর চেষ্টা করলে পাশের বাইক থেকে নেমে এক যুবক তাঁকে মারধর করে বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ পাকড়াও করার পরও হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে যুবক। বেশ কিছুক্ষণ চলে ধস্তাধস্তি। পরে ইকোপার্ক থানার পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। 


গত রবিবার রাতে নিউ মার্কেটে জোর করে চাঁদা তোলার অভিযোগ ওঠে স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। রুখতে গিয়ে আক্রান্ত হন নিউ মার্কেট থানার অ্য়াডিশনাল ওসি, এসআই ও হোমগার্ড। 


ওই দিনই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঁদা নিয়ে বচসার জেরে আক্রান্ত হন খোদ মহকুমা শাসকের নিরাপত্তারক্ষী। কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। গত মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়িতে জাতীয় সড়কে চাঁদার জুলুম ঠেকাতে গিয়ে মাথা ফাটে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণের।


বেলগাছিয়ায় দুর্ঘটনা: অন্যদিকে কিছুদিন আগে বেলগাছিয়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক দোকানদারের। আহত হন আরও ৪ জন। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, লার্নার বোর্ড টাঙানো গাড়িতে ছিলেন বাবা ও ছেলে। গাড়িটি পরেশনাথ মন্দিরের দিক থেকে ইউ টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বেলগাছিয়া মোড়ে দোকানে ঢুকে যায় গাড়ি। সেই সময় দোকানদার মহম্মদ আফরোজ-সহ ৫ জন দাঁড়িয়েছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় আফরোজের। গাড়ির সওয়ারি বাবা ও ছেলেকে আটক করেছে উল্টোডাঙা থানার পুলিশ। প্রতিবাদে রাস্তা আটকে কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।