কলকাতা: নিয়োগ দুর্নীতির টাকায় আরও বাড়ি, আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে এ বার জানাল এনফোর্সেমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate/ED)। তারা জানিয়েছে, ৫০ কোটির পরে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)অ্যাকাউন্টে ৫ কোটির হদিশ মিলেছে। দু'টি সংস্থার নামে অর্পিতার অ্যাকাউন্ট থেকে ৫ কোটির লেনদেন হয়। এসএসসি নিয়োগ দুর্নীতির টাকাতেই কি কোটি কোটির সম্পত্তি? উঠছে প্রশ্ন।
অর্পিতার অ্যাকাউন্টে আরও কয়েক কোটি টাকা!
ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতিতে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে অনুমান করছে তারা। তারা জানিয়েছে, অর্পিতার দুই অ্যাকাউন্টের প্রথমটিতে ৩.১০ কোটি টাকা খেপে খেপে জমা পড়েছে ২০১৭ সালের জুন থেকে ২০২২-এর জুলাই পর্ন্তয। অন্য একটি অ্যাকাউন্টে ২.২২ কোটি টাকা জমা পড়েছে। অর্থাৎ সবমিলিয়ে প্রায় ৫ কোটি ৩২ লক্ষ টাকা পাওয়া গিয়েছে অর্পিতার অ্যাকাউন্টে। গত ১৪ দিনে আরও যে দু'টি সম্পত্তির হদিশ মিলেছে, এর মধ্যে রাসবিহারী কানেক্টরে ৪ কোটি টাকার বাড়ির হদিশ মিলেছে। যামিনী রায় রোডে ৫ কোটি টাকার আরও একটি সম্পত্তির হদিশ মিলেছে বলে জানিয়েছে ইডি। ব্যবসার জন্য বাড়ি বলা হলেও, সেখানে ব্যবসার কিছুই হত না, কোর্টে দাবি ইডি-র।
এর আগে, অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদ, সোমার গয়না, সম্পত্তির নথি, বিদেশি মুদ্রা হয়েছিল। এ দিন ফ্ল্যাটের কথা জানতে চাইলে, নগর দায়রা আদালতে অর্পিতা জানান, ফ্ল্যাট তাঁর হলেও, টাকা তাঁর নয়। এ দিন বিচারক অর্পিতার উদ্দেশে প্রশ্ন করেন, "ফ্ল্যাট কার?" জবাবে অর্পিতা বলেন, "ফ্ল্যাট আমার কিন্তু আমার ফ্ল্যাটে যে টাকা রাখা ছিল, তা জানতামই না।" এর পাল্টা বিচারক বলেন, "ফ্ল্যাট আপনার হলে, দায় তো আপনার ওপরই বর্তাবে!"
পিংলা পার্থর জামাইয়ের স্কুলেও তল্লাশি
এ দিকে, বুধবারই এসএসসি নিয়োগ দুর্নীতির টাকাতেই কি পিংলায় ইন্টারন্যাশনাল স্কুলে হানা দেয় ইডি। তিন ঘণ্টার বেশি সময় ধরে পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাইয়ের স্কুলে ইডির তল্লাশি চলছে। পিংলার ওই স্কুলটি পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে তৈরি। স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য।