কলকাতা: চিরকূটে পাওয়া নাম দেখে কৌতূহলবশতই ডায়মন্ড সিটি সাউথে পৌঁছন তদন্তকারীরা (Enforcement Directorate)। সেখানে বস্তাভর্তি টাকা হাতে আসবে, তা কল্পনাও করেননি তাঁরা। রাজ্য়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ, অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে ২০ কোটি নগদ টাকা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। সেই পরিস্থিতিতে তদন্ত সম্পর্কে নানা খুঁটিনাটি তথ্য উঠে আসতে শুরু করেছে। তাতে পার্থর অস্বস্তি আরও বাড়তে চলেছে বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। অর্পিতা এবং তাঁর আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তিক হদিশও মিলেছে বলে খবর। জানা গিয়েছে, কলকাতা শহরেই অর্পিতার দু'টি ফ্ল্যাট এবং একটি বাড়ির হদিশ মিলেছে। এমনতকি সেখানে লালবাতি লাগানো গাড়ির আনাগোনাও রয়েছে বলে খবর।


SSC দুর্নীতি তদন্তে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের তিনটি সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর। বেলঘরিয়া এলাকায় রয়েছে দু'টি ফ্ল্যাট এবং একটি বাড়ি। বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে রয়েছে অর্পিতার দু'টি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-য়ে, অন্যটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। দু'টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ। সূত্রের খবর, বেলঘরিয়ার দেওয়ানপাড়া এলাকায় একটি বাড়িতে থাকেন অর্পিতার মা। 


অর্পিতা এবং আত্মীয়দের নামে বিপুল সম্পত্তির হদিশ!


SSC নিয়োগ দুর্নীতি তদন্তে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নাকতলার বাড়িতে পার্থকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি-র অফিসাররা। দোতলার একটি ঘরে চলছে জিজ্ঞাসাবাদ। নীচে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং নেতাজিনগর থানার পুলিশ। গতকাল কিছুক্ষণের জন্য বাড়িতে আসেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। এছাড়া, কাউকেই পার্থর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ব্যবহার করতে দেওয়া হচ্ছে না ফোন।


ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। তদন্তের জাল গোটাতে সেই সমস্ত সম্পত্তির সন্ধান পাওয়ার চেষ্টা করছেন ইডি-র অফিসাররা, খবর সূত্রের।  


আরও পড়ুন: Enforcement Directorate: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা! 'এস‌এসসি দুর্নীতি যোগ' জানাল ইডি


অর্পিতার আয়ের উৎসও খতিয়ে দেখছেন ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, অর্পিতা দাবি করেছেন তিনি অভিনয় করেন। প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উৎস জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। নিয়ে আসা হয়  চারটি টাকা গোনার যন্ত্র।


অর্পিতার আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখছে ইডি


ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। ফ্ল্যাটেই রয়েছেন অর্পিতা। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, পার্থর ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। তার মধ্যেই অর্পিতা, তাঁর পরিবারের সদস্যদের নামে থআকা বিপুল সম্পত্তির সন্ধান পাওয়ারও চেষ্টা চলছে।