প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: দেড় মাস আগে যে টেট হয়েছে, তার OMR শিটও কুন্তলের বাড়িতে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ধৃত যুব তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে এমনই বিস্ফোরক দাবি করল ইডি। তদন্তকারী সংস্থার দাবি, ওই টেটের ২৫০ ওএমআর শিট কুন্তলের বাড়িতে। পর্ষদ জানিয়েছিল কুন্তলের বাড়িতে ২০২২-র ৩০টি ওএমআর শিট পাওয়া গিয়েছে।


কীভাবে এল OMR:
কেন টেটের (TET) উত্তরপত্র তাঁর বাড়িতে? এই প্রশ্নের মুখে কুন্তলের দাবি, আরটিআই (RTI) করে সেগুলি মিলেছে। কেন আরটিআই করা হয়েছিল? সূত্রের খবর, ইডির এই প্রশ্নের মুখে সদুত্তর দিতে পারেননি কুন্তল।


বিনোদনেও বিনিয়োগ:
ইডির একটি সূত্রে খবর, বিনোদন দুনিয়ায় টাকা ঢেলেছিল কুন্তল। ইডির দাবি, একটি মিউজিক ভিডিওতেও টাকা ঢেলেছিল কুন্তল, তাঁর পার্টনার কে ছিলেন সেই উত্তরের খোঁজ করছে ইডি? টালিগঞ্জে স্টুডিও পাড়াতেও কুন্তল বিনিয়োগ করেছিল বলে দাবি।


বিপুল টাকার হদিশ?
ইডির দাবি কুন্তল ঘোষের (Kuntal Ghosh) ২টি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার হদিশ মিলেছে। ধৃত যুব তৃণমূল নেতা যে ৩০ কোটি টাকা নিয়েছেন, তার প্রমাণ থাকার দাবি ইডির। কুন্তলের অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি জমা ছিল, তা তুলে অন্যত্র পাঠানোও হয়েছে। বেআইনিভাবে টাকার লেনদেনের বিস্ফোরক অভিযোগ করেছে ইডি।


আরও অভিযোগ:
১৩০ জন প্রার্থীর থেকে ৮ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। অর্পিতার ফ্ল্যাট থেকে যে ৫০ কোটি মিলেছে, তার মধ্যে কুন্তলের দেওয়া টাকাও ছিল। কুন্তল ও সহযোগীদের মাধ্যমে পার্থ ও অন্যান্য প্রভাবশালীদের কাছে টাকা গিয়েছে, সূত্রের খবর, আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। চাকরি দেওয়ার নাম করেও টাকা তোলার অভিযোগ কুন্তলের বিরুদ্ধে। ১২০০ প্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়ার দাবি ইডির। কোর্ট থেকে চাকরির অর্ডার করিয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ।


জামিন-আর্জি:
কুন্তল ঘোষের জামিনের আর্জির বিরোধিতা করে ইডি (ED)। কুন্তল ঘোষের আইনজীবীর দাবি, যতবার ডাকা হয়েছে, ততবারই সহযোগিতা করেছেন কুন্তল। তাপস মণ্ডলের বক্তব্যে কুন্তলের নাম প্রকাশ্যে আসে। তাপস মণ্ডল কেন গ্রেফতার হল না, প্রশ্ন কুন্তলের আইনজীবীর। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরার ইডির আবেদনে আদালত সম্মতি জানিয়েছে।


পাল্টা চ্যালেঞ্জ তাপসের:
কুন্তল ঘোষকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি বলেন, 'কার সঙ্গে আমার যোগাযোগ আছে, সেটা তদন্তকারী সংস্থাকে বলুক। আদালতে নাম পেশ করুক। আমি রাজনীতি করি না, পরিচয় অনেকের সঙ্গে রয়েছে। সব দলের অনেক নেতা-মন্ত্রীর সঙ্গে আমার পরিচয়, তার মানে এটা কী বোঝায়? আমি একটি সংগঠন করি, পরিচয় থাকবে না? আমার রাজনৈতিকভাবে কারও সঙ্গে যোগাযোগ নেই। বিচারাধীন বিষয়, প্রমাণ থাকলে তদন্তকারী সংস্থা অথবা আদালতে জানাক।'


আরও পড়ুন: ডিএ ইস্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন সরকারি কর্মীরা, আগামীকাল ডাক অনশনের