কলকাতা : কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)। "কার সঙ্গে আমার যোগাযোগ আছে, সেটা তদন্তকারী সংস্থাকে বলুক। আদালতে নাম পেশ করুক।" কুন্তলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বললেন তাপস মণ্ডল।


'বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাপস মণ্ডল', আজ এমনই দাবি করেছেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তিনি আরও বলেন, 'আদালতে সব জানাব।' তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুন্তল ঘোষকে পাল্টা চ্যালঞ্জ ছুড়ে দিয়েছেন তাপস মণ্ডল।


কী বললেন তাপস ?


তাঁর বক্তব্য, "আমি রাজনীতি করি না, পরিচয় অনেকের সঙ্গে রয়েছে। সব দলের অনেক নেতা-মন্ত্রীর সঙ্গে আমার পরিচয়, তার মানে এটা কী বোঝায় ? আমি একটি সংগঠন করি, পরিচয় থাকবে না? আমার রাজনৈতিকভাবে কারও সঙ্গে যোগাযোগ নেই। আমার কলেজের অনুষ্ঠানে অনেকেই এসেছেন, তার মানে কী হল। উনি প্রমাণ করুক, কার সঙ্গে আমার যোগাযোগ আছে। বিচারাধীন বিষয়, প্রমাণ থাকলে তদন্তকারী সংস্থা অথবা আদালতে জানাক। আমার কোনও অসুবিধে নেই।"


এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, এমনই খবর সূত্রের। 


গত জানুয়ারিতেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। পরে তাঁর বাড়ি থেকে ওএমআর শিট বাজেয়াপ্ত করা হয় বলে জানায় ইডি। এর মধ্যে ৩০টি ওএমআর শিট ২০২২ সালের। বেশ কিছু পুরনো ওএমআর শিটও বাজেয়াপ্ত করে ইডি। সূত্রের খবর, আরটিআই-এর মাধ্যমে এই ওএমআর শিট পান কুন্তল। ইডি সূত্রে খবর, জেরার মুখে এমনই দাবি করেন কুন্তল ঘোষ। কেন আরটিআই করেছিলেন, তার কোনও জবাব দেননি কুন্তল। আরটিআই করার কোনও প্রমাণও দেখাতে পারেননি কুন্তল, খবর সূত্রের।


এদিকে, কুন্তল ঘোষের বাড়িতে টেটের ওএমআর শিট মেলায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ?' প্রশ্ন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'কুন্তলের বাড়ি থেকে পাওয়া গেছে ১৮৯টি ওএমআর শিট'। আদালতে জানালেন পর্ষদের আইনজীবী। 'কারা বসে রয়েছে পর্ষদে ? কী করে হয় দুর্নীতি? কেউ নিজে কিছু করবে না , আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত নয়',  মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


আরও পড়ন ; 'বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাপস মণ্ডল', কোর্টে পেশের আগে দাবি কুন্তলের