সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। আর এবার SSKM-এ পাঁচদিন ধরে শিশুদের জন্য সংরক্ষিত ICCU দখল করে রাখার পর, ফের কেবিনে ফিরলেন কালীঘাটের কাকু (Kalighater Kaku Sujay Krishna Bhadra)। ইতিমধ্যেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন।


ICCU থেকে কেবিনে ফিরলেন 'কালীঘাটের কাকু' 


মূলত, SSKM-এ পাঁচদিন ধরে শিশুদের জন্য সংরক্ষিত কার্ডিওলজি ICCU দখল করে রাখার পর, তিনতলায় কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে রাখা হয়েছে তাঁকে। ওই বিভাগেই ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ধৃত, প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সুজয়কৃষ্ণ আর জ্যোতিপ্রিয়র মধ্যে মাত্র একটি কেবিনের ব্যবধান। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় ইডি। আদালতের নির্দেশে গত শুক্রবার জোকা ESI হাসপাতালে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল। ESI হাসপাতাল ফিট সার্টিফিকেট দিলে সেদিনই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হত। 


কালীঘাটের কাকুর পাহারায় রয়েছেন CISF-এর দুই জওয়ান


কিন্তু, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, আচমকাই বৃহস্পতিবার রাতে, কেবিন থেকে শিশুদের জন্য সংরক্ষিত কার্ডিওলজি ICCU-তে নিয়ে যাওয়া হয় বছর ৫৫-র সুজয়কৃষ্ণকে। ৩ সদস্যের মেডিক্যাল টিমের রিপোর্ট দেওয়ার পরই, মঙ্গলবার রাতে ফের কেবিনে ফেরানো হয় সুজয়কৃষ্ণকে। কালীঘাটের কাকুর পাহারায় রয়েছেন CISF-এর দুই জওয়ান। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য এবার কি ED-র পক্ষে জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে সুজয়কৃষ্ণকে? উঠছে প্রশ্ন।


আরও পড়ুন, টোটো চালিয়েই ঘর চলে! প্রধান পদে শুধুই 'সেবা' গোপালের


ঠিক কী হয়েছিল ?


গত ২৫ নভেম্বর, নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিল ED-র বিশেষ আদালত। সেই মর্মে আদালতের নির্দেশে জোকার ESI হাসপাতালে ইতিমধ্যে গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড।  ইডি সূত্রে দাবি, সেখানেই সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হবে বলে আগে থেকে জানানো হয়েছিল SSKM হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা আগের দিন রাতে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন সুজয়কৃষ্ণ ভদ্র। রাত সাড়ে বারোটা নাগাদ তড়িঘড়ি তাঁকে ICCU-তে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত, চলতি বছরের ২২ অগাস্ট থেকে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। গত ৭ ডিসেম্বর রাতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে শিশুদের জন্য রাখা আইসিসিইউ বেডে ভর্তি করা হয়।