আবীর দত্ত, কলকাতা: বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Expelled TMC Leader Shantanu Banerjee) ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ এবং নিলয় মালিকে ফের জিজ্ঞাসাবাদ করল ইডি (ED Questions In Recruitment Scam)। সূত্রের দাবি, শান্তনুর সম্পত্তির বিষয়ে দু-জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনাচক্রে এদিনই আদালতে ভর্ৎসিত হয়েছে সিবিআই।
কী ঘটেছিল?
CBI আদালতে যেদিন ভর্ৎসিত হল সেদিনই, আরেক কেন্দ্রীয় এজেন্সি ED-র কাছে হাজিরা দিলেন নিয়োগ-দুর্নীতি মামলায় ধৃত, বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দুই ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ এবং নিলয় মালি। এদিন, সকাল এগারোটা নাগাদ ED-র অফিসে আসেন তাঁরা। ED-সূত্রে দাবি, আকাশ ও নিলয়ের নামে একাধিক সম্পত্তি করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। জেরায় তেমনই ইঙ্গিত পেয়েছেন ED-র অফিসাররা। জিরাট কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ আর নিলয় মালি শান্তনুর ডান হাত বলে পরিচিত ছিলেন। বলাগড়ের চাঁদরায় শান্তনুর গেস্ট হাউসের দেখভাল করতেন আকাশ। সূত্রের দাবি, কালো কাচ এবং নীল বাতি লাগানো গাড়িতে করে এই গেস্ট হাউসে আসতেন কয়েকজন। ওই গাড়িতে করে কারা আসতেন? তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি, আকাশ ও নিলয়ের আয়ের থেকে অনেক বেশি সম্পত্তি রয়েছে। অন্যদিকে, বাজারমূল্য থেকে কম দামে সম্পত্তি কেনা হয়েছে। সেটা কীভাবে, সেটাও তদন্তে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই নিয়ে ওই দুজনকে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করলেন ED-র তদন্তকারীরা।
বিপুল সম্পত্তি শান্তনুর...
আলিশান বাগান বাড়ি, গেস্ট হাউস , ফ্ল্যাট! এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে বহিষ্কৃত তৃণমূল নেতার বিপুল সম্পত্তির হদিস পেয়েছে ইডি। সূত্রের খবর, ৪-৫ বছর আগে ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার নামে ৩ কাঠা জমিতে গ্যারাজ-সহ পেল্লায় তিনতলা বাড়ি কেনেন শান্তনু। কিছুদিন আগেও এই বাড়িতে তাঁরা আসতেন। বিল বকেয়া থাকায় জানুয়ারি মাসে তালাবন্ধ বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। শুধু বাড়ি নয়, তার আগেও শান্তনুর ধাবা, গেস্ট হাউস, ফ্ল্যাটেরও সন্ধান পায় ইডি। ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই শান্তনুর ২০টি সম্পত্তির হদিশ মেলে। যার দাম ১০-১৫ কোটি টাকা। যা দেখে অনেকে বলছেন, সম্পত্তি কোথায়, এ তো সাম্রাজ্য়! কী নেই সেই তালিকায়! তবে সব থেকে বেশি নজর কাড়ছে, 'দ্য স্পুন' নামে ধাবা। একেবারে রাজকীয় আয়োজন যাকে বলে। তবে মালিক গ্রেফতার হওয়ার পর থেকে এখানে আর সেভাবে কোনও কর্মীকে দেখা যায়নি।
আরও পড়ুন:প্রাথমিক শিক্ষকে ১০ লক্ষ, রাজ্য পুলিশে ৮ লক্ষ, চাকরির রেট চার্ট নীলাদ্রিদের