ঝিলম করঞ্জাই, আবীর দত্ত , কলকাতা : সিবিআইয়ের ( CBI ) পর এবার 'কালীঘাটের কাকু'র বাড়িতে ইডি ( ED ) । বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে সাতসকালে ইডির হানা। অভিষেককে ( Abhishek Banerjee ) সিবিআই তলবের দিনই 'কালীঘাটের কাকু'র বাড়িতে ইডি।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-তলবের দিনই বেহালায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে ইডি-র হানা। সিবিআইয়ের পর এবার এবার ইডি-র স্ক্যানারে কালীঘাটের কাকু। সাতসকালে সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়িতে পৌঁছন ইডি-র অফিসাররা। সুজয়কৃষ্ণর ফ্ল্যাট ও দুটি অফিসেও চলছে তল্লাশি।
আরও পড়ুন :
রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন?
নিয়োগ দুর্নীতি তদন্তে এদিন একযোগে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় হানা দিয়েছে ইডি। এর মধ্যে কলকাতায় কালীঘাটের কাকুর বাড়ি, অফিস, সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ প্রণব দে-র বাড়ি, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিস-সহ ৬টি জায়গা এবং দক্ষিণ ২৪ পরগনার ৪টি জায়গায় চলছে তল্লাশি। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল জেলা পরিষদ সদস্য জ্ঞানানন্দ সামন্তর বাড়িতেও সকাল থেকে ইডি-র তল্লাশি চলছে। বিষ্ণুপুরের
বিবিরহাটে তৃণমূল নেতার বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
চলতে মাসের ৪ তারিখ, কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। তাঁর ২টো মোবাইল ফোন ও নথি বাজেয়াপ্ত করা হয়। সেদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালা ফকির রায় রোডের বাড়িতে পৌঁছয় CBI। CBI সূত্রে দাবি, বিভিন্ন সময় কুন্তল ঘোষের মাধ্যমে টাকা আসত সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে। পরে, তা চলে যেত প্রভাবশালীদের কাছে।
এছাড়াও, শান্তনু বন্দ্যোপাধ্যায়র থেকে ৪০ লক্ষ টাকা দিয়ে হুগলিতে একটি জমি কিনেছিলেন সুজয়কৃষ্ণ। সূত্রের দাবি, এর পাশাপাশি তাঁর আর কোনও সম্পত্তি আছে কি না? এই সম্পত্তিগুলো কেনার ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছিল কি না তা খতিয়ে দেখেন CBI-এর গোয়েন্দারা। বাড়ির পাশাপাশি, সুজয়কৃষ্ণ ভদ্রর ফ্ল্যাটেও তল্লাশি চালায় সিবিআই। সূত্রের দাবি, তল্লাশির পর, সুজয়কৃষ্ণ ভদ্রর ২টো মোবাইল ফোন, অ্যাডমিট কার্ড, একাধিক নথি এবং টাকা বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুন :
হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও !