সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : রেশন বণ্টন ( Ration Distribution Scam ) দুর্নীতি মামলায়,  বৃহস্পতিবার সোজা সন্দেশখালি ( Sandeshkhali ) পৌঁছে যায় ইডির টিম। আর সেখানে, শাহজাহানের বিরাট সাম্রাজ্যে মেলে এক-একটি আশ্চর্যের হদিশ। এদিন শেখ শাহজাহান বাহিনীর মোট তিনটি গাড়ি বাজেয়াপ্ত করে ইডি ( ED )। এই সব গাড়ি এতটাই দামি যে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। 


প্রাক্তন পঞ্চায়েত প্রধান মোসলেম শেখের সরবেড়িয়া নতুন বাজারের গোডাউন থেকে গাড়িগুলি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনটি গাড়ির মধ্য়ে একটি গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে শেখ শাহজাহানের নামে। আরেকটি গাড়ির রেজিস্ট্রেশন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের নামে। তৃতীয় গাড়ির মালিকানা পাঞ্জাবের একটি সংস্থার নামে। স্থানীয়দের দাবি, গাড়িগুলির কোনওটা শেখ শাহজাহান চড়তেন, কোনওটা বা তাঁর শাগরেদরা। 


শেখ শাহাজাহানের মালিকানাধীন গাড়িটি ২০২২ সালের ৬ জানুয়ারি কেনা হয়। দাম ২০ থেকে ২৩ লক্ষ টাকা। গত বছরের ডিসেম্বরে কেনা হয় শেখ আলগমীরের মালিকানাধীন গাড়িটি। দাম ২৪ থেকে ২৭ লক্ষ টাকা। পাঞ্জাবের সংস্থার নামে রেজিস্ট্রেশন যে গাড়িটির , সেটি ২০১৮ সালের ৭ মে কেনা হয়। দাম ১৭ থেকে ২০ লক্ষ টাকা। পাঞ্জাবের সংস্থার মালিকানাধীন গাড়িটি সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ডের গ্রেফতারির আগে পর্যন্ত শেখ শাহজাহান মার্কেটে ছিল। পরে সেটি মোসলেম শেখের গোডাউনে রাখা হয় বলে সূত্রের খবর। এই গাড়িগুলি কেনার অর্থের উৎস সম্পর্কে জানতে চায় ইডি। এত টাকা কোথা থেকে এল, কেনই বা এই সব বিলাসবহুল গাড়ি বিভিন্ন নামে কেনা হয়, সবকিছুর উত্তর খুঁজছে ইডি। বৃহস্পতিবার সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠদের বাড়ি সহ একাধিক জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 


এদিকে, শেখ শাহজাহানকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। , বৃহস্পতিবারও শেখ শাহজাহানের জামিনের আবেদন খারিজ করে দিয়ছে আদালত। এদিন আদালতে সিবিআই আইনজীবী তাঁর জামিনের বিরোধিতা করে বলেন , 'তদন্তে সহযোগিতা করছেন না শেখ শাহজাহান। উল্টে, সহ ষড়যন্ত্রকারীদের আড়াল করার চেষ্টা করছেন। জিজ্ঞাসাবাদের সময় চুপ করে থাকছেন। উনি (শেখ শাহজাহান) অত্যন্ত প্রভাবশালী।' 


অন্যদিকে, শেখ শাহজাহানের ভাই শেখ আলমগির-সহ একাধিক ঘনিষ্ঠ ব্যক্তিকে বৃহস্পতিবার তলব করে সিবিআই। নিজাম প্যালেসে কয়েকজন হাজিরা দিলেও দেখা মেলেনি শেখ শাহজাহানের ভাইয়ের। CBI-এর দাবি, ৫ জানুয়ারি ED-র আধিকারিকদের ওপর হামলার সময় যাঁরা সেখানে হাজির ছিলেন, তাঁদেরই তলব করা হয়।  


আরও পড়ুন :


নন্দীগ্রামে পা-ভাঙা থেকে মাথার গভীর ক্ষত, একের পর এক চোটে জর্জরিত মুখ্যমন্ত্রী