নয়া দিল্লি : 'চুরি করিনি, তাই কোনও ভয় নেই, যত বার ডাকবে, তত বার আসব' আবারও বললেন তৃণমূল সাংসদ। ইডির দেওয়া সময় মেনে ঠিক ১১ টায় পৌঁছলেন দিল্লির ইডি দফতরে। তিনি বলেন, 'আমি আবার বলছি এনামুল হককে সত্যিই আমি চিনি না। এবারে কী কেন কীসের জন্য ডেকেছে আমি এখন তো কিছু বলতে পারব না। আমি যাই, দেখি, তারপর বলছি।' দেব আবারও বললেন, ' তদন্তে যদি কোনও সাহায্য লাগে বা যদি কিছু...অবশ্যই আমি আছি। আমি শ্যুটিং বাতিল করে এসেছি'                          

গরু পাচার মামলায় ( Cow Smuggling Case )  দেবকে ( Actor Dev ) বুধবার দিল্লিতে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED ) । তাঁকে সকাল ১১ টায় হাজিরা দিতে বলা হয়েছে ঘাটালের তৃণমূল সাংসদকে। যতবার তাঁকে ডাকা হবে, ততবারই তিনি হাজির হবেন, ঘনিষ্ঠমহলে জানান দেব।


এর আগে ২০২২-এর ১৫ ফেব্রুয়ারি, গরুপাচার মামলায় দেবকে নিজাম প্যালেসে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। কয়েক মাসের ব্যবধানে ২২ জুন এই মামলাতেই দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর প্রায় দেড় বছর পর ফের দেবকে তলব করল তারা। 


আরও পড়ুন, শাঁখ, উলুতে সন্দেশখালিতে পা, 'কাঁদনি মা কাঁদনি' বৃদ্ধাকে বুকে টানলেন শুভেন্দু  


এ মাসের শুরুতে আচমকা ৩টি সরকারি কমিটি থেকে পদত্য়াগ করেন তৃণমূল সাংসদ দেব।  ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা দেন তিনি। ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদও ছাড়েন।  লোকসভা ভোটের আগে, দেবের এই সিদ্ধান্ত ঘিরে, তোলপাড় পড়ে  যায় বঙ্গ রাজনীতিতে।  


হঠাৎ কেন সরকারি কমিটি থেকে ইস্তফা? তবে কি দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন অভিনেতা সাংসদ দেব? পদত্যাগের মধ্য দিয়ে কি ভোটে না লড়তে চাওয়ারই বার্তা দিলেন সাংসদ? এই প্রশ্নগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। দেবের পদত্যাগের সিদ্ধান্তকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়ে বিজেপি। গুঞ্জনের পারদ চড়ে দোবের লোকসভার বক্তব্যের পর। তবে দিল্লি থেকে ফিরে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি। তারপরই সব জল্পনার অবসান হয়। ফের ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দেন তিনি। এই আবহেই তাঁকে ফের এদিন গরুপাচার মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ করল ইডি।