ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: টেট দুর্নীতি (TET Scam) মামলায় মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আজ বেলা ১২টায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে হাজির হতে হবে CGO কমপ্লেক্সে (CGO Complex)। 


এবার তলব মানিক ভট্টাচার্যকে


ED-র সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথি। যেদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চলছিল, সেদিন একসঙ্গে আরও ১৪টি স্থানে ইডি-র আধিকারিকেরা অভিযান চালান। তার মধ্যেই ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িও। তাঁর বাসস্থান থেকেও বেশ কিছু নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে  ব্যাঙ্কের নথিপত্রও।


গতকাল এই বিষয় নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু অন্য সমস্ত প্রশ্নেও যেমন জানা যাচ্ছিল যে তিনি সহযোগিতা করছেন না, এক্ষেত্রেও তাইই হয়েছে। সেই কারণেই আরও জিজ্ঞাসাবাদের জন্য আজ মানিক ভট্টাচার্যকেও তলব করেছে ইডি। বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সে হাজির দেওয়ার কথা তাঁর। 


ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যকে প্রথমে আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। এরপর প্রয়োজন পড়লে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর সূত্রের। 


আরও পড়ুন: Partha Arpita Investigation : 'ওদের বাড়ির লোক কীভাবে চাকরি পেল', অর্পিতার মামার বাড়ির দিকে স্থানীয়দের আঙুল


গত শুক্রবার, যাদবপুরে মানিক ভট্টাচার্যর দু’টি ফ্ল্যাটে হানা দেন ED-র অফিসাররা। ২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতির মামলায়, ২০ জুন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, এই দুর্নীতির মামলায়, হাইকোর্টের নির্দেশে মানিককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে CBI।