প্রকাশ সিনহা, কলকাতা: অ্যালকেমিস্ট চিটফান্ড (Alchemist chit fund case) মামলায় এবার অরূপ বিশ্বাসকে (ED Summons Aroop Biswas) ইডির তলব। তৃণমূলের (TMC) কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসকে ইডির তলব। তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে তলব, খবর সূত্রের। গতকাল তলব, ইডির কাছে সময় চাইলেন অরূপ বিশ্বাস। আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত, খবর ইডি সূত্রে। ২০১৪ সালের ভোটের প্রচারে আর্থিক লেনদেনকে সামনে রেখে তলব, খবর সূত্রের। ইডির তলব, প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইলেন না অরূপ বিশ্বাস। সমন নিয়ে দলের বক্তব্য চিঠিতে ইডিকে জানিয়েছেন অরূপ, খবর তৃণমূল সূত্রে। 


তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। ইডি সূত্রের খবর, অ্যালকেমিস্ট চিট ফান্ডের নথি ও হিসেব খতিয়ে দেখার সময় বেশ কিছু লেনদেনের হিসেবে দেখতে পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে দেখা যায়, বেশ কিছু লেনদেন হয়েছে যা চিটফান্ড সংক্রান্ত কোনও কাজের জন্য় খরচ হয়নি। সেই সূত্র ধরে, সেই হিসেব সংক্রান্ত নথি সামনে রেখেই তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। 


বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অরূপ বিশ্বাস। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিষয়টি নিয়ে তোপ দেগেছেন বিজেপির দিকেই। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক ভাবে ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি, অ্য়ালকেমিস্ট মামলায় মিঠুন চক্রবর্তীকে কেন ধরা হবে না সেই প্রশ্নও তুলেছেন কুণাল। যদিও তৃণমূলের অভিযোগকে উড়িয়ে দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, আইনকে আইনের পথেই চলতে দেওয়া উচিত। 


আরও পড়ুন:'সিঙ্গুর আলাদা, নন্দীগ্রাম আলাদা, গুলিয়ে দিয়ে হিংসা ছড়াবেন না', ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার