খাতরা: সন্দেশখালি নিয়ে এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, প্রত্যেক জায়গার চরিত্র আলাদা। একটির সঙ্গে অন্যদিকে গুলিয়ে দেওয়া হচ্ছে। ছড়ানো হচ্ছে হিংসা। মানুষকে এ নিয়ে সতর্ক হতে আবেদন জানালেন তিনি। দাঙ্গা, রক্তপাত এড়ানোর আর্জি জানালেন। (Mamata Banerjee)


বুধবার বাঁকুড়ার খাতড়ায় সভা করেন মমতা। সেখানে সরাসরি সন্দেশখালি নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে জমি আন্দোলনের ভূমি সিঙ্গুর এবং নন্দীগ্রামের প্রসঙ্গ টানেন। মমতা বলেন, "সিঙ্গুর-সিঙ্গুর, নন্দীগ্রাম-নন্দীগ্রাম, খাতড়া-খাতড়া, বিষ্ণুপুর-বিষ্ণুপুর, এক এক জায়গার, এক এক রকম চেহারা। কাজেই একটির সঙ্গে আর একটির তুলনা করবেন না। ভুল করে নিজেরা দাঙ্গায় জড়িয়ে পড়বেন না। কোথাও রক্ত ঝরুক, অত্যাচার হোক, চাই না আমি। যারা বড় বড় কথা বলছে, খুলব ভাণ্ডার? অনেক কিছু জমা আছে। আস্তে আস্তে যখন খুলব, দেখবেন, কোনটা ঠিক, কোনটা ভুল।" (Mamata in Bankura)


রাজ্যের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে আবারও এদিন সরব হন মমতা।  তিনি বলেন, "৫৯ লক্ষ মানুষকে কাজ করিয়ে নিয়ে পয়সা দেয়নি কেন্দ্র। দরিদ্র মানুষদের বঞ্চিত করেছে। কাউকে পাগড়ি পরতে দেখলে বলছে খালিস্তানি। আমাদের অনুকরণ করে পরিবারের একজনকে এখন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা বলছে BJP. কিন্তু বাঁকুড়া-বিষ্ণুপুরে দু'টি আসনে জিতে BJP কী কাজ করেছে?"


আরও পড়ুন: Mamata Banerjee: আমি এত কাজ করি, তাও গালি দেয় আমাকে: মমতা


সাধারণ মানুষের উদ্দেশে মমতা এদিন বলেন, "নির্বাচনের আগে আবার এরা আসবে। প্রতিশ্রুতি দিয়ে যাবে নানা রকম। নির্বাচনের আগে হঠাৎ যারা কৃষকদের বাড়িতে চাল কিনতে যাচ্ছে, পরে আর খুঁজে পাওয়া যাবে না তাদের। নির্বাচনের আগে কিছু লোক ভুল বোঝায়। সেই চক্রান্তে পা দেবেন না। বিজেপিশাসিত রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হয়। আমরা ২৮ লক্ষ মানুষকে বার্ধক্যভাতা দিই।"


তবে তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন, ভাল কাজ থেকে যাবে, জানান মমতা। তাঁর কথা, "যতটা পারব, মানুষকে সাহায্য করব। মানুষের পাশে থাকাই আমার কাজ। আগামী দিনে যখন আমি থাকব না, আমার কাজের দায়িত্ব নেবে কন্যাশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, OBC, আদিবাসী, কুড়মি, দলিত, তফসিলি বাইবোনেরা নেবেন। ভাল কাজের তুলনা হয় না কোনও, ছোট থেকে এটাই শিখে এসেছি। খারাপ কাজ করে যারা, যারা খারাপ কথা বলে, তাদের কথা শুনবেন না, ওদিকে তাকাবেন না, মস্তিষ্ক খারাপ হয়ে যাবে। নিজেদের ভাল থাকতে হয় যদি, মনে রাখবেন, শীত-গ্রীষ্ম-বর্ষা, আমরাই একমাত্র ভরসা।"


মমতা এদিন জানান, ভুলকে কখনও প্রশ্রয় দেন না তিনি। জ্ঞানত কখনও প্রশ্রয় দেননি, আগামী দিনেও দেবেন না। অজান্তে যদি কিছু ঘটে থাকে, তাতেও প্রশ্রয় নেই তাঁর। সব রকম সাহায্য করতে এগিয়ে যাবেন। যারা সব ঘেঁটে দিতে চাইছে, তাদের কথা কানে তোলা উচিত নয়, শান্তি বজায় রাখতে হবে বলে এদিন বার্তা দেন মমতা।