প্রকাশ সিন্হা, কলকাতা : টেট ( TET ) নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya ) ফের তলব করল ইডি।
সমস্ত নথি নিয়ে তাঁকে ইডি-র দফতরে আসতে বলা হয়েছে। আগামী সপ্তাহে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
এর আগে গত ২৭ জুলাই টেট মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ( ED) জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya )। তাঁকে সেদিন বেলা ১২টায় তলব করা হলেও তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সকাল ৯টা ৪৪ নাগাদ। তারপর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে কী পাওয়া গিয়েছে
ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে তল্লাশিতে মেলে একটি সিডি, যাতে ছিল সংশোধিত তালিকার ২৬৯ জনের নাম ও তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য। মানিক ভট্টাচার্যকে ওই সংশোধিত তালিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর। সিজিও কমপ্লেক্সের ৬ নম্বর ঘরে মানিক ভট্টাচার্যকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।
পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণ
২০ জুন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এই দুর্নীতির মামলায়, হাইকোর্টের নির্দেশেই সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন মানিক ভট্টাচার্য। টেট দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন :
' বেড রেস্টে আছি, সুস্থ হলে নিজেই জানাব ' , সিবিআইকে চিঠি পাঠালেন অনুব্রত