প্রকাশ সিনহা, কলকাতা: কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনে জোকা ESI হাসপাতালেই আস্থা ইডি-র। সূত্রের খবর, কেন্দ্রীয় হাসপাতালকে চিঠি দিয়ে মেডিক্যাল বোর্ড গড়ার অনুরোধ জানানো হয়েছে। কালীঘাটের কাকুর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি এসএসকেএম থেকে সংগ্রহ করে পাঠানো হয়েছে জোকা ESI-তে। এর আগে এই হাসপাতালেই পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃতদের মেডিক্যাল পরীক্ষা হয়েছে। সুজয়কৃষ্ণর মেডিক্যাল বোর্ডেও জোকা ESI-এর চিকিৎসকদেরই রাখতে চায় ইডি। কেন্দ্রীয় হাসপাতাল জানিয়েছে, ইতিমধ্যেই তারা মেডিক্যাল বোর্ড গঠনের প্রস্তুতি শুরু করেছে।


মেডিক্যাল বোর্ড গঠনে জোকা ESI হাসপাতালেই আস্থা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর চিকিৎসায়, মেডিক্যাল বোর্ড গঠনের জন্য বৃহস্পতিবারই ED-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এব্য়াপারে, জোকা ESI হাসপাতালেই আস্থা রাখছে ED। সূত্রের খবর, কেন্দ্রীয় হাসপাতালকে চিঠি দিয়ে মেডিক্যাল বোর্ড গড়ার অনুরোধ জানানো হয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি SSKM থেকে সংগ্রহ করে, জোকা ESI হাসপাতালে পাঠানো হয়েছে বলে ED সূত্রে খবর।


কালীঘাটের কাকুর ধমনীতে ব্লকেজ রয়েছে, বাইপাস সার্জারি করাতে হবে, এই কারণ দেখিয়ে সম্প্রতি, অন্তর্বর্তী জামিনের আবেদন করেন, সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী। কিন্তু জামিনের আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। এরপর, হাইকোর্টের দ্বারস্থ হন কালীঘাটের কাকু। এপ্রসঙ্গে বিচারপতি বলেন, SSKM তো আছেই। এখানকার অন্য়তম সেরা হাসপাতাল। তখন কালীঘাটের কাকুর আইনজীবী বলেন, সুজয়কৃষ্ণ ভদ্র নির্দিষ্ট একজন চিকিৎসককে দেখাতে চান। তখন বিচারপতি ফের প্রশ্ন করেন, কালীঘাটের কাকু কি এই চিকিৎসককে আগে দেখিয়েছেন? বা এই চিকিৎসকের অধীনেই কি তিনি চিকিৎসাধীন? তার অন্তত একটা প্রেসক্রিপশন দেখান।


তখন, সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী বলেন, "প্রেসক্রিপশন নেই। এটা একটা জরুরি পরিস্থিতি। আমার মক্কেল (সুজয়কৃষ্ণ ভদ্র) তাঁর পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা করাতে চান।'' এদিকে, ইডির আইনজীবী বলেন, "বাইরে চিকিৎসার অনুমতি দিলে সমাজের কাছে কী বার্তা যাবে?  যদি অভিযুক্ত ধনী হয় তাহলে যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে পারবে, আর গরিব হলে পারবে না। SSKM হাসপাতালের চিকিৎসা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু, যখনই রাজনৈতিক বিষয় আসে তখনই মেডিক্যাল রিপোর্ট নিয়ে সংশয় তৈরি হয়।'' এরইমধ্য়ে সুজয়কৃষ্ণ ভদ্রর বাইপাস সার্জারির প্রয়োজনীয়তা আছে কিনা, সেই প্রশ্নও তোলেন ইডির আইনজীবী। এরপরই, ED-কে মেডিক্য়াল বোর্ড গঠনের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, বিচারপতি জানান, সেই রিপোর্ট দেখেই আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে জোকা ESI হাসপাতালে পার্থ চট্টোপাধ্য়ায় সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃতদের মেডিক্য়াল পরীক্ষা হয়েছে। এবার, সুজয়কৃষ্ণর মেডিক্যাল বোর্ডেও জোকা ESI-এর চিকিৎসকদেরই রাখতে চায় ইডি। সূত্রের খবর, কেন্দ্রীয় হাসপাতাল ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ড গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বুধবারের মধ্য়ে তাদের এব্য়াপারে রিপোর্ট দেওয়ার কথা।


আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সম্ভবত বুধবার হাসপাতাল থেকে ছাড়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে