কলকাতা: সিনেমার শো নিয়ে এবার ব্রাত্য বসুর নিশানায় দেব। 'ভাল অভিনেতা, কিন্তু সুপারস্টার বলার জায়গায় নেই। সুপারস্টার হলে অন্যের দল করত না', নাম না করে কুণালের সুরেই দেবকে আক্রমণে শিক্ষামন্ত্রী।'সবরকম প্রভাব খাটিয়ে রঘু বেশি শো নিল। মুখে বাংলা সিনেমার উন্নতির কথা বলব। আর কাজে স্বার্থপরের মতো নিজের ঘুঁটি সাজাব। এটা ঠিক নয়, দেবের নাম না করে গতকাল পোস্ট কুণালের।

Continues below advertisement

 

আরও পড়ুন, 'প্রচণ্ড শক্তিশালী কেউ আমাকে পছন্দ না করলে, আমিও তাঁকে পছন্দ করি না..', উৎসবের আবহে কাকে ইঙ্গিত কুণালের ?

Continues below advertisement

এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ভাল অভিনেতা । খুবই ভাল অভিনেতা। কিন্তু,  সুপারস্টার বলার জায়গায় তিনি অন্তত নেই। সুপারস্টার কখনও অন্যের অধীনে দল করবেন না। কুণাল সিনেমা নিয়ে ওর মতামত জানাচ্ছেন। একটা পয়েন্ট কুণালের ঠিকই যে, ডেমোক্রেসিতে, আমার কাছে রাজনীতি করাও মানে যে জনসেবা, বিজেপির ব্যপারে সম্পূর্ণ চুপ থাকা গুরুত্বপূর্ণ ইস্যুতে, এবং যখন সিনেমা করব, তখন বিজেপির লোকদের নিয়েই সিনেমা করব, সেটা কুণালের খারাপ লাগছে। কারণ কুণাল পলিটিক্যালি ভ্যোকাল। কুণাল যাদের বিরুদ্ধে কথা বলছে, যে দলের বিরুদ্ধে কথা বলছে, শিল্পের দোহাই নিয়ে, আমি তাঁদের নিচ্ছি, সেই দলের লোকেদের, এবং তৃণমূলের কাউকে নিচ্ছি না। সেটা কুণালের খারাপ লেগেছে, কুণাল বলেছে।আমি তাও মনে করি, এগুলি দলীয় অভ্যন্তরীণ ব্যাপার। সিনেমাকে কেন্দ্র করে এই ধরণের বাকবিতণ্ডা না হওয়াই বাঞ্চনীয়।'

তৃণমূলের অন্দরে ফের প্রকট কোন্দলের সুর! তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও তৃণমূল সাংসদ দেবের সংঘাতে এবার মুখ খুললেন ব্রাত্য় বসু। কার্যত কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে, দলের সাংসদ দেবকে খোঁচা দিলেন শিক্ষামন্ত্রী।তৃণমূল বিধায়ক ও অভিনেতা ব্রাত্য বসু আরও বলেন, যারা সত্যিকারের কম বয়সি স্টার মানে নায়ক। আপনি চিরঞ্জীবী বলুন, কমল হাসান বলুন... এরা সবাই নিজের দল করেছে। অন্য কোনও নেতা বা নেত্রীর সঙ্গে দল করতে যায়নি। তাহলে পশ্চিমবঙ্গে আমি নিজেকে সুপারস্টার বলব, এবং একটি রাজনৈতিক দল করব অন্য কারও অধীনে। এটা হতে পারে না। সুপার স্টার পশ্চিমবঙ্গে একজনই আছেন। তার নাম মমতা  বন্দ্যোপাধ্যায়। স্টারও যদি কেউ থাকেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুজোয় মুক্তি পেয়েছে তৃণমূল সাংসদ দেবের ছবি রঘু ডাকাত। তা নিয়ে লাগাতার সোশাল মিডিয়ায় পোস্ট করছেন কুণাল ঘোষ। শুক্রবারও সোশাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লেখেন, 'তাহলে ঠিক কী দাঁড়ালো??? পুজোয় চারটি বাংলা ছবি রিলিজ ছিল। বলেছিলাম চারটিই প্রথম সপ্তাহে সমান সুযোগ পাক। তারপর দর্শক যা বলবেন। তখন অকথ্য আক্রমণ হল। সবরকম প্রভাব খাটিয়ে রঘু বেশি শো নিল। সেই জাগলারিতেই কালেকশনের গল্প। কিন্তু এখন সবাই বুঝছেন। ' এরপর শনিবার দেবের সুপারস্টার তকমা নিয়ে প্রশ্ন তুললেন তাঁরই দলের সদস্য় ব্রাত্য় বসুও। সেই সঙ্গে কার্যত একধাপ এগিয়ে, মিঠুন চক্রবর্তী বা রূপা গঙ্গোপাধ্য়ায়ের মতো বিজেপি নেতা-নেত্রীদের সঙ্গে ছবি করা নিয়েও দেবকে খোঁচা দিতে ছাড়েননি ব্রাত্য় বসু।