গৌতম মণ্ডল, ডায়মন্ড হারবার: কালীপুজোয় (Kali Puja 2023) শব্দবাজি এবং লাগামহীন সাউন্ড বক্সের ব্যবহার রুখতে তৎপর পুলিশ-প্রশাসন। ডায়মন্ড হারবারে এসডিপিও-র নেতৃত্বে চলল ধরপাকড়। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি। ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


তৎপর পুলিশ-প্রশাসন: কালীপুজো মানেই আলোর রোশনাই, আকাশজুড়ে চোখধাঁধানো আতসবাজির খেলা। আর শব্দবাজির দৌরাত্ম্য, যা পরিবেশে দূষণের মাত্রাও কয়েক গুণ বাড়িয়ে দেয়। দূষণ রুখতে তাই গ্রিন ক্র্য়াকার বা সবুজ বাজি ব্য়বহার বাধ্য়তামূলক করেছে প্রশাসন। চলছে কড়া নজরদারি। শনিবার রাতে ডায়মন্ডহারবার মহকুমা- জুড়ে চলল পুলিশি অভিযান। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।               

পাশাপাশি, পুলিশ-প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে বাজি তৈরি ছেড়ে ভিন্ন পেশায় আসা বেশ কয়েকজনকে এদিন সম্বর্ধনা দেওয়া হয়। কালীপুজোয় শুধু শব্দবাজি নয়, লাগামহীন সাউন্ড বক্সের ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ডায়মন্ড হারবার পুলিশের তরফে চালু করা হয়েছে হেল্প লাইন। ৯০৭৩৬৭৬২৭৫ নম্বরে হোয়াটসঅ্যাপ করে শব্দবাজি সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।                               


এদিকে এবার কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি ও শব্দের দাপটের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য় হেল্পলাইন চালু করল বেসরকারি সংগঠন সবুজ মঞ্চ।হেল্পলাইন নম্বরগুলি হল-৬২৯০৯০১৮৬২, ৯৮৩০২৬৮৯০২ ও ৯২৩০৫৬৮৯০২। আজ, রবিবার ১২ নভেম্বর থেকে মঙ্গলবার ১৪ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে হেল্পলাইন নম্বরগুলি। ফোন করে শব্দবাজির ব্য়বহার ও শব্দ দূষণ নিয়ে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি শব্দবাজি ও শব্দ দূষণ রোধের আর্জি জানিয়ে রাজ্য় পুলিশের ডিজিকে চিঠিও দিয়েছে পরিবেশ নিয়ে কাজ করা এই সংগঠনটি। চিঠির কপি কলকাতার পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, স্পেশাল কমিশনার, ডেপুটি কমিশনারদের এবং কলকাতা পুলিশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। অন্যদিকে, কালীপুজো ও দীপাবলিতে নিষিদ্ধ শব্দবাজির ব্য়বহার ও শব্দ দূষণ ঠেকাতে তৎপর পুলিশও। শনিবার এনিয়ে সল্টলেকে মাইকে প্রচার করা হল পুলিশের তরফে। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজি ব্য়বহার ও নির্ধারিত শব্দের মাত্রার বাইরে লাউডস্পিকার বাজালে কী শাস্তি হতে পারে তা নিয়ে প্রচার চালানো হয়।


আরও পড়ুন: West Burdwan: মিলছে না মোবাইল ফোনের হদিশ, তিন মৃত্যুতে বাড়ছে রহস্য