নয়াদিল্লি: দেশজুড়ে আলোর রোশনাই। উৎসবের মাতোয়ারা আট থেকে আশি। আলোর উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রত্যেকের জীবনে আনন্দ, সমৃদ্ধি আসুক এই কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী। 


 





দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী:
এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, "সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি! এই বিশেষ উৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি। সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক।''          


দুর্গাপুজোর পর এবার দীপাবলি। আলোর উত্‍সবে মাততে তৈরি বাংলা সহ গোটা দেশ। দিকে দিকে সাড়ম্বরে উৎসবের আয়োজন। আজ রাজ্যজুড়ে শক্তির আরাধনা। কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত। কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে সাড়ম্বর আয়োজন। আলোর উৎসবে মাতোয়ারা তিলোত্তমা কলকাতাও। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও থিমের হিড়িক।                               


শুধু কলকাতাই নয় জেলায় জেলায় কালীপুজোর আড়ম্বর। তারাপীঠে শক্তির আরাধনা। রীতি মেনে পুজো। আলোর মালায় সেজেছে গোটা মন্দির। পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। এদিন ভোর সাড়ে ৫টায় খুলেছে মন্দিরের দরজা। সকালে তেল, অগুরু, গোলাপজল, ডাবের জল, কারণবারি দিয়ে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। কোপাই নদীর তীরে কঙ্কালীতলা মন্দির। সতী পীঠের অন্যতম এই স্থানে মায়ের কাঁকাল অর্থাৎ কোমরের হাড় পড়েছিল বলে কথিত রয়েছে। একান্ন পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। এখানে কালীপুজোর দিন মা পূজিতা হন মহাকালী রূপে। হাজার বছরেরও বেশি পুরনো বীরভূমের নানুরের দাসকল গ্রামের কালীপুজো। দক্ষিণা কালী এখানে পাষাণ কালী রূপে পূজিতা হন। তবে কালীপুজো হলেও কোনও গ্রামের কোথাও মূর্তি পুজো হয় না। এমনকী, গ্রামের কোনও বাড়িতে কালী মূর্তির ছবি পর্যন্ত নেই। সকলের বিশ্বাস, মা এখানে গর্ভগৃহে অধিষ্ঠান করছেন। নানুরের দাসকল গ্রামে কোনও মানুষ মুরগি পোষে না, মুরগি নিয়ে কেউ গ্রামে ঢুকতেও পারে না। 


আরও পড়ুন: Kali Puja 2023: ষোড়শপচারে ভোগ নিবেদন, সাড়ম্বরে মাতৃ আরাধনা কামাখ্যা