ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: এগরা বিস্ফোরণকাণ্ডের (Egra Incident) জেরে সতর্ক সাধারণ মানুষ তথা প্রশাসন। স্বাভাবিকভাবে পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি।নিরাপত্তার ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে প্রশ্ন তুলেই চলেছে বিরোধীরা। মূলত এটা যে তেইশেই বড় প্রশ্ন তুলেছে তা নয়, এর আগেও বহুবার বড় বড় বিস্ফোরণকাণ্ড এবং বোমা উদ্ধার ঘিরে তোলপাড় হয়েছে গোটা বাংলা। বাজিকাণ্ড হোক কিংবা বোমা উদ্ধার বা বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছে বঙ্গের একাধিক জেলার। আর এমনই এক পরিস্থিতির মাঝেই ফের বারুদের বস্তা উদ্ধার এগরায়।
খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের ৬ দিনের মাথায়, এগরা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নং ব্লকের সাহাড়া অঞ্চলে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সাহাড়া গ্রামে মাঠের মাঝখানে পুকুরে ৬টি বস্তা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এগরা থানার পুলিশ গিয়ে বস্তাভর্তি আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার করে।
১৬ মে, খাদিকুলে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণস্থল থেকে ২০ কিলোমিটার দূরে আজ আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার হয়। খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি এগরা বিস্ফোরণকাণ্ডে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ছিন্নভিন্ন দেহ।জলে ভাসছিল দগ্ধ মৃতদেহ। গাছে, ঝোপে ঝাড়ে ছড়িয়ে ছড়িয়েছিল পোড়া দেহাংশ। এগরায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে শিউরে উঠেছিলেন রাজ্যবাসী।
এদিকে, এমনই এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে, এগরার পর বজবজে বাজি মজুত থাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন গৃহকর্ত্রী যমুনা দাস, তাঁর মেয়ে পম্পা ঘাটি ও ১০ বছরের নাতনি জয়শ্রী ঘাটি। পুলিশ সূত্রে খবর, যমুনার বাড়িতে বাজি তৈরি হত। বাজি কারবারে যুক্ত ২ জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?
এগরার পর এবার বজবজ বিস্ফোরণকাণ্ডেও NIA তদন্ত দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ‘খাদিকুল গ্রামে পোড়া মাংসের গন্ধ আর বিস্ফোরকের অবশিষ্টাংশ এখনও বাতাসে ভাসছে। আহতদের অবস্থা এখনও সঙ্কটজনক। সেই রেশ মেলানোর আগেই বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় আরও একটা বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৩ জনের পুড়ে মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এটা পুনরাবৃত্তি মনে হতে পারে, কিন্তু এক্ষেত্রেও আমি NIA তদন্ত চাইছি । মুখ্যমন্ত্রী, আপনি ঘুম থেকে উঠে পোড়া লাশের গন্ধ পাচ্ছেন? আর কত মৃত্যু আপনার বিবেককে নাড়া দেবে?’ বজবজ বিস্ফোরণকাণ্ডে ট্যুইট বিরোধী দলনেতার।