এগরা, পূর্ব মেদিনীপুর: এগরায় বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই গ্রামবাসীদের ক্ষোভের নিশানায় পুলিশ। ক্ষোভ রয়েছে বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগের বিরুদ্ধেও, গ্রামবাসীদের অভিযোগ ঘটনার পর থেকেই এলাকাছাড়া ভানু। এই পরিস্থিতিতে বাজি কারখানার মালিক ভানু বাগ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ।


এর আগেও বিস্ফোরণ:
এগরায় খাদিকুল গ্রামে ভানুর এই কারখানা নতুন হয়। বহু পুরনো এই বাজি কারখানায় এর আগেও বারবার বিস্ফোরণ হয়েছিল। সূত্রের খবর, ভানু বাগের এই বাজি কারখানায় প্রথমবার বিস্ফোরণ হয়েছিল নব্বইয়ের দশকে। ১৯৯৫ সালে। ওই ঘটনায় ৫ জন মারা যান। তারপরে ফের বিস্ফোরণ হয় ২০০১ সালে। সেই বিস্ফোরণে ভানু বাগের ভাই বিষ্ণুপদ বাগ-সহ ৩জন মারা যান। তারপরেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। বারবার অভিযোগ করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে ভানুর সঙ্গে পুলিশের বোঝাপড়া হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন গ্রামবাসীদের একাংশ।

এই ঘটনার পরেই আলোচনায় উঠে এসেছে ভানুর রাজনৈতিক পরিচয়। এভাবে বাজি কারখানা চালানো, পুলিশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগের কারণ কী ভানুর রাজনৈতিক পরিচয়? 


বাম থেকে ডানে:
স্থানীয়দের দাবি, বাম জমানায় সিপিআইএম করতেন ভানু বাগ। রাজ্য়ে পালাবদলের পর ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সাহারা অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ভানু বাগ। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বৌমাকে তৃণমূলের প্রার্থী করেন। কিন্তু, সাহারা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জিততে পারলেও, হেরে যান ভানু বাগের বৌমা। পরে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গেলেও, তৃণমূলের সঙ্গেই ভানু বাগের ওঠাবসা ছিল বলে স্থানীয় সূত্রে খবর।


এই পরিস্থিতিতে ভানু বাগের রাজনৈতিক পরিচয় নিয়ে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'তৃণমূলের সঙ্গে যোগ আছে ভানু বাগের, তাই গ্রেফতার হলেও বারবার ছাড়া পেয়ে যান তিনি', অভিযোগ বিরোধী দলনেতার। খাদিকুল গ্রামের এই বিস্ফোরণে ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু। আদালতে মামলা করার প্রস্তুতিও নিয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবিও করেছেন তিনি। ডাক দিয়েছেন মিছিলেরও।

তৃণমূলের দাবি:
তৃণমূলের রাজ্য় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'দুর্ঘটনা ঘটেছে। বাজি কারখানায় বিরস্ফোরণ। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এনআইএ হলেও আপত্তি নেই। সেখানে উনি, বিরোধী দলনেতা কী বললেন না বললেন তা অপ্রাসঙ্গিক।'

আরও পড়ুন:  গরমের মরসুমে মেকআপ করছেন নিয়মিত? ত্বক সেনসিটিভ বা অয়েলি হলে অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি