কলকাতা: একবালপুরে (Ekbalpur) ভয়াবহ বিস্ফোরণ (Blast), ১ মহিলা-সহ আহত ৬। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের (Kolkata Police)। রান্নার গ্যাসের (Cooking Gas) মেরামতির কাজ চলার সময় বিস্ফোরণ (Explosion) বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ইতিমধ্যেই আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় নার্সিংহোমে। ঘটনার তদন্তে একবালপুর থানার পুলিশ।
দিন কয়েক আগেই তীব্র শব্দে কেঁপে ওঠে সল্টলেকের বিএ ব্লক। একটি গেস্ট হাউসের চার তলার ঘরের দরজা ভেঙে উদ্ধার করার হয় এক দগ্ধ মহিলাকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে পেট্রোলের (Petrol) বোতল ও দেশলাই। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টা নাগাদ। তীব্র শব্দে শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।
শব্দের তীব্রতায় ভেঙে পড়ে আশেপাশের বাড়ির জানালার কাচ। বিস্ফোরণের আতঙ্ক দেখা দেয় এলাকায় । খবর পেয়ে আসে পুলিশ (Police) ও দমকল। দরজা ভেঙে চারতলার শৌচাগার থেকে উদ্ধার করা হয় দগ্ধ মহিলাকে । ঘোলার বাসিন্দা ওই মহিলাকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ৩৫ শতাংশ পুড়ে গিয়েছেন তিনি। পুলিশের দাবি, মহিলা জানিয়েছেন , তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু তীব্র শব্দ কীভাবে হল? খতিয়ে দেখছে পুলিশ (Police) ।
এদিনই হালিশহরের (Halisahar) জগন্নাথ ঘাটে বিস্ফোরণ ( Halisahar Blast) ঘটে। বোমা ফেটে মৃত্যু হয় প্রথম বর্ষের এক কলেজ পড়ুয়ার। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলে প্রায় আড়াই ফুট গর্ত হয়ে গিয়েছে বলে খবর । গঙ্গার পাড়ে মজুত বোমা থেকেই বিস্ফোরণ (Blast) বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম। স্থানী সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে নৈহাটি থানার অন্তর্গত হালিশহর কোনা মোড় গঙ্গার ঘাটে হঠাৎই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনা আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: Calcutta High Court: আলিপুর চিড়িয়াখানায় গন্ডগোলের ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের