জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলায় (maheshtala) এটিএম (ATM) জালিয়াতির (fraud) শিকার বৃদ্ধ (elderly man)। অভিযোগ, প্রতারণা করে ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে তাঁর থেকে। 


কী অভিযোগ?
অভিযোগকারীর নাম দিলীপ ভট্টাচার্য। ৮৫ বছরের ওই বৃদ্ধ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার ২৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি হাটের বাসিন্দা। প্রত্যেক মাসের প্রথম দিকে এটিএম থেকে তিনি পেনশনের টাকা তুলতে যান। গত পয়লা ডিসেম্বরও একই ভাবে পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন। কিন্তু পর পর দু-দুটি এটিএম ঘুরে কোনও টাকা পাননি। এর পর, পরবর্তী এটিএমে টাকা তুলতে গেলে খেয়াল করেন এক যুবক তাঁকে অনুসরণ করছেন। অশীতিপর দিলীপ কোনও ভাবেই টাকা তুলতে পারছেন না দেখে ওই যুবক স্বতঃপ্রণোদিত ভাবে এগিয়ে এসে সাহায্যের প্রস্তাব দেন বলে জানিয়েছেন অভিযোগকারী। যুবক বলেন, 'আপনার এটিএম কার্ডটি রাখুন। আমি আমার এটিএম কার্ড দিয়ে একবার চেষ্টা করে দেখি।' কিন্তু ফের একই রকম সমস্যা দেখানোয় ওই যুবক তৎক্ষণাৎ বলেন 'এই এটিএমেও টাকা নেই।' এর পর তিনি সেখান থেকে বেরিয়ে বাইরে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা তাঁর দুই সঙ্গীর সঙ্গে খুব দ্রুত মোটরসাইকেল চালিয়ে চলে যান বলে জানিয়েছেন দিলীপ। পরদিন বৃদ্ধ ফের এটিএম থেকে টাকা তুলতে গেলেও কার্ডটি কোনও কাজ করেনি। পাশাপাশি, এটিএমের স্ক্রিনে নিকটবর্তী শাখায় যোগাযোগ করার কথা বলা হয়। বৃদ্ধ বাটা মোড়ের এসবিআইয়ের শাখায় গিয়ে সমস্যার কথা বললে জানা যায়, যে এটিএম কার্ড তিনি নিয়ে এসেছেন, সেটি তাঁর নয়। সুকৌশলে ওই যুবক বৃদ্ধের কার্ড হাতানোর পাশাপাশি অন্য একটি কার্ড তাঁর হাতে ধরিয়ে চলে যান। এর পর ব্যাঙ্কের বই আপডেট করতে গিয়ে চোখ কপালে ওঠে বৃদ্ধের। দেখা যায়, দশ হাজার করে মোট ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে। তিনি মহেশতলা থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ।


আগেও ঘটনা...
একই ধরনের ঘটনা শোনা গিয়েছে চলতি বছরের জানুয়ারিতেও। সেবার পাটুলিতে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এর সামনে এক সন্দেহভাজনের গতিবিধি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনায় পাটুলি থানাকে সতর্ক করে রবিবার রাত ১১টা নাগাদ ফোন এসেছিল। থানাকে এক ব্য়ক্তির সন্দেহজনক গতিবিধি নিয়ে জানায় ব্যাঙ্কের মুম্বইয়ের সিসিটিভি কন্ট্রোল রুম। পাটুলিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এক ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তির কাছে ATM কার্ডের বদলে মিলেছে গিফট কার্ড। সেই গিফট কার্ড দিয়ে তিনি টাকা তোলার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।


আরও পড়ুন:সিবিআইয়ের জালে বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন