অরিত্রিক ভট্টাচার্য, মনোজ বন্দ্য়োপাধ্য়ায়, কলকাতা: একদিকে ভোটার তালিকা সংশোধনের কাজ, অন্যদিকে সেই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে BLO-দের উপর চলছে হুমকি-হুঁশিয়ারি। সেইসবের মাঝে বিএলও-দের সামলাতে হচ্ছে তাঁদের নিজেদের পেশাগত দায়বদ্ধতাও। আর এই আবহেই বাড়ছে আতঙ্ক। পূর্ব বর্ধমানের মেমারীতে BLO-র মৃত্য়ু ঘিরে সামনে এসেছে সেই অভিযোগ। দাবি উঠছে বিএলও-দের সুরক্ষার।

Continues below advertisement

ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ চলছে! আর সেই গুরুদায়িত্ব সামলাচ্ছেন BLO বা বুথ লেভেল অফিসাররা! কিন্তু, SIR প্রক্রিয়া শুরুর আগেই থেকেই একদিকে নির্বাচন কমিশনের গাইডলাইন, অন্যদিকে, শাসকদলের হুমকি ও বিরোধী দলের হুঁশিয়ারি এই ত্রিমুখী চাপে কার্যত চিঁড়ে-চ্য়াপ্টা দশা বিএলও-দের। এই আবহেই পূর্ব বর্ধমানের মেমারিতে মৃত্য়ু হয়েছে BLO নমিতা হাঁসদার। অভিযোগ উঠেছে, SIR-এর কাজের চাপেই মৃত্যু হয়েছে তাঁর।

মৃত BLO-র স্বামী মাধব হাঁসদা বলছেন, 'SIR ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল। ব্রেন স্ট্রোক হয়ে গেছে। ফর্ম বিলি করার সময়'। SIR শুরুর আগেই থেকেই লাগাতার হুমকি-হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে এই BLO-দের। কখনও বিএলও-দের কড়া বার্তা দিতে শোনা গেছে মুখ্যমন্ত্রীকে...। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এর আগে বলেছিলেন, 'আপনারা BLO যেসব লিস্ট করেছেন, BLO-দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারও নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন নির্বাচন কমিশন তার নোটিফিকেশন যখন হবে, ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে রাজ্য সরকার। আবার নির্বাচনের পরেও রাজ্য সরকার। সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।'

Continues below advertisement

কখনও হুমকি দিতে শোনা গেছে শাসকনেতাদের....। কোথাও আবার হুঁশিয়ারি এসেছে বিরোধী দলের তরফে....। হুমকি-হুঁশিয়ারি ঘিরে বিএলও-রা যে আতঙ্কিত তাও স্পষ্ট হয়েছে বারবার। রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন, 'বিএলও-দের কেউ দেখছে না। বিএলও-রা না বলার জায়গায় নেই। নিরাপত্তার কোনও ব্য়বস্থা নেই।' মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার এক BLO সুজিত বিশ্বাস বলছেন, 'প্রেশার তো আছেই, একটা আতঙ্কে আছি।'

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা বলছেন, 'BDO, SDO-রা জেলে যাবেন এরপর। কেউ যদি তৃণমূলের জন্য চাকরি থেকে শহিদ হতে চায়, ভাল কথা। আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করলে, সে তো রাজ্য সরকার কিছু করতে পারবে না।' দায়িত্ব পেয়ে কাজের করতে গিয়ে যেভাবে হুমকি-হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে ক্রমেই BLO-দের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে।