রুমা পাল, কলকাতা: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রায় শেষ লগ্নে এসেও নানারকম গরমিলের অভিযোগ সামনে আসছে। এই আবহে BLO এবং BLA-দের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কাল এনুমারেশন শেষের আগের দিন ফের নতুন নির্দেশিকা কমিশনের।
এবার BLO এবং BLA-দের জন্য নতুন নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। 'নথির সঙ্গে এবার মিনিটস অফ মিটিংয়েরও ছবি আপলোড করতে হবে। মৃত , খোঁজ না মেলা, স্থানান্তরিত হওয়া ভোটারদের ক্ষেত্রে আলাদা ডিক্লারেশন আপলোডেরও নির্দেশ। ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকে, তা নিশ্চিত করতেই পদক্ষেপ, খবর কমিশন সূত্রে। কালই এনুমারেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন।
BLO-দের অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন। এদিকে, নিত্যনতুন নিয়ম, নির্দেশিকা নিয়ে বিরক্ত BLO-দের একাংশ। এরমধ্যেই রাজ্যে প্রোজেনি ম্যাপিং এর সংখ্যা এবার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নির্বাচন কমিশন এর। সেলফ ম্যাপিং এর চেয়ে প্রজেনি ম্যাপিং এর সংখ্যা তুলনায় বেশি হচ্ছে। মূলত সীমান্তবর্তী এলাকায়, এমনটাই সূত্রের খবর। কমিশন মনে করছে বিএলওদের খামতি রয়েছে এই ডেটা চেক করার ক্ষেত্রে, এমনটাই দাবি।
এদিকে, SIR-এ এখনও পর্যন্ত বাদের তালিকায় সাড়ে ৫৭ লক্ষ? মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে ২৫ লক্ষ। স্থানান্তরিত হিসেবে বাদের তালিকায় প্রায় ২০ লক্ষ। খোঁজ পাওয়া যায়নি এমন ভোটার প্রায় সাড়ে ১১ লক্ষ। ডুপ্লিকেট ভোটার হিসেবে সাড়ে ১৩ লক্ষ চিহ্নিত, খবর সূত্রের। ১৩ লক্ষ ৭৪ হাজার ৬৬০ ভোটারের অসঙ্গতি নজরে পড়েছে কমিশনের।
এদিকে, BLO সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী তরজার মধ্যেই BLO-র বাড়িতে 'হামলা'। খড়দায় BLO-র বাড়িতে গভীর রাতে দুষ্কৃতী হামলার অভিযোগ। খড়দার ৪৩ নম্বর বুথের BLO মানব চন্দর বাড়িতে ইট-পাটকেল। সূর্যসেন নগরে BLO-র বাড়িতে পরশু রাতে দুষ্কৃতীদের হামলা। ইট-পাটকেল ছোড়ায় ভেঙে যায় বাড়ির জানালার কাচ। বাড়ির সামনে নোংরা করে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কিত অন্য BLO-রা, পুলিশের দ্বারস্থ। খড়দা থানায় অভিযোগ দায়ের, তদন্ত শুরু পুলিশের।
বিধানসভা ভোটের আগেই কি পশ্চিমবঙ্গে মোতায়েন হতে পারে কেন্দ্রীয় বাহিনী? 'SIR' পর্ব চলাকালীনই কি কেন্দ্রীয় বাহিনী ডাকবে নির্বাচন কমিশন?সুপ্রিম কোর্টে সওয়াল-জবাব পর্বে কমিশনের মন্তব্য়ের জেরে এখন এই জল্পনাই শুরু হয়েছে।