অমিতাভ রথ, ঝাড়গ্রাম: পুজোর সময়েই পশ্চিমের জেলায় সমস্যা হয়েছিল হাতির তাণ্ডব নিয়ে। পুজোর পরপরই সেই ছবি দেখা গেল ঝাড়গ্রামে (Jhargram)। জঙ্গলমহলের এই জেলায় টানা হাতির তাণ্ডব চলছে। হাতির (Elephant Attack) তাণ্ডবের জেরে অতিষ্ঠ সাধারণ মানুষ। শনিবার রাত নটা নাগাদ হাতির দলের তাণ্ডবে আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রায় পঁচিশটি হাতির দল রাত থেকে বড় চাঁদবিলা গ্রামে তাণ্ডব চালায়। গ্রামবাসীদের অভিযোগ, হাতির দলের দাপটে নষ্ট হয়েছে বিঘের পর বিঘে জমির ধান।


গ্রামবাসীদের অভিযোগ, রাতেই নিজের জমির কাছে হাতির দলের মুখোমুখি হয়েছিলেন ওই গ্রামেরই বাসিন্দা পরীক্ষিত মাহাতো। হাতির দলের আক্রমণ থেকে প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন তিনি। অভিযোগ, তারপর থেকেই নিখোঁজ ওই বাসিন্দা পরীক্ষিত মাহাতো। রবিবার সকাল থেকেই ওই পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন গ্রামের বাসিন্দারা। কিন্তু ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, হাতির পালের আক্রমণের সময় বারবার বনদফতরকে খবর দিলেও স্থানীয় প্রশাসন বা বন দফতরের তরফে কোনওরকম সহযোগিতা পাওয়া যায়নি। সেই কারণেই নিজেরাই পুকুরে নেমে ওই ব্যক্তির খোঁজ করেছেন তাঁরা, কিন্তু তাঁকে পাওয়া যায়নি।  


পুজোর আগেই বাঁকুড়ায় হাতির পাল নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। বাঁকুড়ার সীমানায় হাতির দল পৌঁছে যাওয়ার ছুটি বাতিল হয়েছিল জেলার বনকর্মীদের। সম্প্রতি কোচবিহারের আতঙ্ক ছড়িয়েছে হাতির পালের তাণ্ডব। শীতলকুচিতে হাতির পালের হানায় জখমও হয়েছেন এক বাসিন্দা।  ওইদিন সাত সকালে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে ৬টি হাতি। সেই সময় স্থানীয় বাসিন্দা আবদুল মজিদ মিঁয়া জমিতে কাজ করছিলেন। আচমকা একটি হাতি তাঁকে পিছন থেকে জোরে লাথি মারে। প্রায় ১৫ ফুট দূরে গিয়ে পড়েন তিনি। বেশ কয়েক বার হাতি তাঁকে আঘাত করে। হাতির আক্রমণে জ্ঞান হারান আবদুল। তাঁকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহার মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ স্থানীয়দের। গত মাসেও হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। আলিপুরদুয়ারে ৬৬ বছরের এক বৃদ্ধকে তুলে আছাড় মারে দলছুট একটি হাতি। তাতেই বেঘোরে মৃত্যু হয় ওই ব্যক্তির। হাতির উৎপাত লাগাতার বেড়ে চললেও, বনকর্মীরা সংখ্যায় কম, তাঁদের প্রয়োজনে পাওয়া যায় না বলে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয়রা।


আরও পড়ুন: কালীপুজোর আগেই শীতের পরশ? বড় আপডেট দিল আবহাওয়া দফতর