সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। রবিবার ভোরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলে। মৃতার নাম মমতা কুমার (29) কোটশিলা বনাঞ্চলে ডিমু গ্রামের কাছে কুমারডি টোলাতে বাড়ি তাঁর।                          


হাতির হানায় মৃত্যু: স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর পৌনে চারটা নাগাদ ওই মহিলা শৌচকর্ম সারতে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া জায়গায় যান। কাছাকাছি জায়গাতেই হাতি রয়েছে তা তিনি বুঝতেই পারেননি। হাতিটি মহিলার দিকে তেড়ে এলে প্রথমে পালিয়ে বাঁচার চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি হাতিটি তাঁর ওপর আক্রমণ করে। বন দফতরের আধিকারিকরা তাঁকে কোটশিলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই অবশ্য বনদফতরের লোকজন ওই গ্রাম লাগোয়া জঙ্গলের দিকে হাতিটিকে নিয়ে যায়। এলাকায় নজরদারি চলছে।


কী জানাচ্ছে পরিবার?


মৃতের বাবা পূর্ণ কুমার জানান, ভোরবেলা বন দফতর থেকে মাইকিং করে সতর্ক করা হয়। বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। কোনও কিছু বুঝে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে যান মমতা কুমার। তারপরেই তাঁকে আক্রমণ করে হাতি। মৃতার বাবা পূর্ণ কুমার বলেন, “আমরা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। আমাদের গ্রামে আলোর ব্যবস্থা করুক বন দফতর।’’                        


একাধিকবার হাতির তাণ্ডব:


মাসখানেক আগে পুরুলিয়াতেই তাণ্ডব চালিয়েছিল হাতি। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, রেশন দোকানের দরজা ভেঙে সব সামগ্রী নষ্ট করেছে হাতি। শুধু তাই নয়,  বাড়ি থেকে ধান খেয়ে ঘরবাড়িও নষ্ট করে। ফেব্রুয়ারি মাসের শুরুতে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় বুনো হাতির পাল। প্রায় ৩০টি বুনো হাতির একটি দল ঢুকে পড়ে। জানা যায়, স্কুলের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল, ডাল খেয়ে তাণ্ডব চালায় হাতির পাল। এলাকার খেতে সবজি, ফসল নষ্ট করার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িও ভেঙে দিয়েছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Holi 2024: দোলযাত্রায় মেট্রো সফরের পরিকল্পনা? বিশেষ সূচি ঘোষণা কর্তৃপক্ষের