কলকাতা: রাত পোহালেই রঙের উৎসব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকলেই। দোলযাত্রা উপলক্ষে সেজে উঠেছে বিভিন্ন প্রান্ত। তবে বিশেষ দিনে মেট্রো সফর করতে গেলে বেশ কিছু পরিবর্তনের বিষয় রাখতে হবে মাথায়। আগামীকাল অর্থাৎ ২৫ মার্চ অন্যান্য দিনের মতো মেট্রো পরিষেবা মিলবে। কিছু রুটে করা হয়েছে নিয়ন্ত্রণ। কোনও কোনও রুট আবার একেবারেই থাকছে বন্ধ।
পরিষেবা নিয়ন্ত্রণ: কলকাতা মেট্রোর গ্রিন লাইনে আগামীকাল মেট্রো পরিষেবা পাওয়া যাবে বেলা ৩টে থেকে। দোলযাত্রা উপলক্ষেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একইভাবে পরিবর্তন করা হয়েছে শেষ মেট্রোর সময়ও।
- এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান প্রথম পরিষেবা: সকাল ৭টার পরিবর্তে বেলা ৩টে থেকে পাওয়া যাবে মেট্রো
- হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড প্রথম পরিষেবা: সকাল ৭টার পরিবর্তে বেলা ৩টে থেকে পাওয়া যাবে মেট্রো
- এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান শেষ পরিষেবা: রাত ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়
- হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড শেষ পরিষেবা: রাত ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়
- সেক্টর ফাইভ থেকে শিয়ালদা প্রথম পরিষেবা: সকাল ৭টার পরিবর্তে বেলা ৩টে থেকে পাওয়া যাবে মেট্রো
- শিয়ালদা থেকে সেক্টর ফাইভ প্রথম পরিষেবা: সকাল ৬টা ৫৫-র পরিবর্তে বেলা ৩টে থেকে পাওয়া যাবে মেট্রো
- সেক্টর ফাইভ থেকে শিয়ালদা শেষ পরিষেবা: রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ৮টায় ছাড়বে শেষ মেট্রো
- শিয়ালদা থেকে সেক্টর ফাইভ শেষ পরিষেবা: রাত ৯টা ৩৫ মিনিটের পরিবর্তে রাত ৮টায় ছাড়বে শেষ মেট্রো
কোন রুটে বন্ধ পরিষেবা?
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে দোলের দিন অর্থাৎ ২৫ মার্চ অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
মেট্রোর ব্লু লাইনেও নিয়ন্ত্রণ করা হবে পরিষেবা। দুই
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে পরিবর্তে ছাড়বে বেলা ২টো ৩০ মিনিটে।
- দম দম থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে পরিবর্তে ছাড়বে বেলা ২টো ৩০ মিনিটে।
- দমদম থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে পরিবর্তে বেলা আড়াইটে নাগাদ ছাড়বে।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭ টার পরিবর্তে ২টো ৩০ মিনিটে ছাড়বে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Canning Clash: ভোটের মুখে ফের উত্তপ্ত ক্যানিং, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির