পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : মানিক-পুত্রের জামিন মামলায় বিস্ফোরক অভিযোগ ইডির (Enforcement Directorate)। শেক্সপিয়রের 'হ্যামলেট'-এর উপমা টেনে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন ইডি-র আইনজীবী। তিনি মন্তব্য করেন, 'পশ্চিমবঙ্গে কোথাও একটা পচন ধরেছে। এই দুর্নীতির প্রধান নায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)।'
মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং তাঁর ছেলে সৌভিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি হয় আজ। এদের দু'জনকেই জেলা হেফাজতে রাখতে চেয়ে ইডির আইনজীবী দাবি করেন, 'মানিকের দুর্নীতিতে তাঁর স্ত্রীর সক্রিয় ভূমিকা আছে, তিনি সব জানতেন। লোকে বলছে লন্ডনে তাঁদের বাড়ি আছে। সম্পত্তি-জনিত কারণেই ২ বার ইংল্যান্ডে যান মানিক-পুত্র সৌভিক। ২০১৭-র ৯ জুলাই রেসিডেন্সিয়াল পারপাসে ইংল্যান্ডে যান সৌভিক। যদিও বিষয়টি ইডির কাছে গোপন করেন মানিক-পুত্র।
যদিও সৌভিকের তরফে দাবি করা হয়েছে, তাঁর বাড়ি নেই। তিনি ২০১৬ সালে অগাস্ট মাসে সেখানে পড়াশোনা করতে গিয়েছিলেন। সেখানে থাকাকালীন রেসিডেন্সিয়াল পারমিট পেয়েছিলেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে বিচারক জানতে চান, 'তাতে কি এটা প্রমাণিত হয় যে, তাঁদের ইংল্যান্ডে বাড়ি আছে ?' এর জবাবে ইডি-র আইনজীবী বলেন, 'নিশ্চয় বাড়ি আছে, না হলে কেন রেসিডেন্সিয়াল পারপাসে ভিসার আবেদন করবেন।'
সূত্রের খবর, মানিকের লন্ডনে সম্পত্তি আছে কি না জানতে বিদেশমন্ত্রককে চিঠি পাঠিয়েছে ইডি। চিঠি পাঠানো হয়েছে অভিবাসন দফতরেও। আদালতে আজ ইডি-র আইনজীবী এই দাবিও করেন যে, মানিক-শতরূপা-পার্থ এই ত্রিভুজ কাজ করেছেন। মলদ্বীপ থেকে ভিয়েতনাম, নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে।'
তখন ইডির আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, 'এত অভিযোগ থাকলে গ্রেফতার করেননি কেন ?'
এদিকে আজে মানিক ভট্টাচার্যর স্ত্রী ও ছেলেকে ধমক দেন ইডি-র বিশেষ আদালতের বিচারক। এজলাসে বসে কথা বলছিলেন মানিকের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক। 'অনেক কথা বলছেন, এরকম করলে পুলিশকে ডেকে হাজতে পাঠিয়ে দেব'। মানিকের স্ত্রী ও ছেলেকে ভর্ৎসনা করে বলেন বিচারক।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক প্রসঙ্গে, সম্প্রতি একাধিক প্রশ্ন তুলে CBI-কে ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানতে চেয়েছিলেন, কার দুটি পাসপোর্ট আছে ? মানিক ভট্টাচার্যর ? উত্তরে সম্মতি জানিয়েছিলেন CBI-এর আইনজীবী। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও জানতে চেয়েছিলেন, কতবার লন্ডনে গেছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? সেই প্রসঙ্গেই নগর দায়রা আদালতে ক্ষোভ প্রকাশ করেন মানিক।
আরও পড়ুন ; এজলাসে বসে কথা, মানিকের স্ত্রী-ছেলেকে ধমক বিচারকের