কলকাতা : অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। আজ ব্যাঙ্কশাল আদালতে সওয়াল-জবাব পর্বে ইডি-র আইনজীবী দাবি করেন, "একটা পেঁয়াজ পাওয়া গেছে, খোসা যত ছাড়ানো হবে, ততই তথ্য বেরোবে। আলিবাবার বাক্সর মত উদ্ধার হয়েছে ৭৬ লক্ষ টাকার গয়না। ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ৯০ লক্ষ টাকার নগদ। কোথা থেকে পেলেন এত টাকা? জানতে হবে।" এনিয়ে অর্পিতার কাছে বিস্তারিত জানতে চান ইডি আধিকারিকরা।


কোথা থেকে এল এত টাকা ?


অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা গুনতে লেগেছে একাধিক যন্ত্র। ১৫টি ট্রাঙ্কে সেই টাকা নিয়ে যেতে হয়েছে ED-কে। কিন্তু, স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায়...পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে যে বিপুল টাকা পাওয়া গেছে, তা না কি হিমশৈলের চূড়া মাত্র। একটা পেঁয়াজ পাওয়া গেছে। খোসা যত ছাড়ানো হবে, ততই তথ্য বেরোবে। ব্যাঙ্কশাল আদালতে এমনটাই দাবি করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। 


আরও পড়ুন ; জামিনের আর্জি খারিজ, আপাতত একদিনের হেফাজত, কাল ফের আদালতে পেশ করা হবে অর্পিতাকে


আদালতে কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়েছে, ডায়মন্ড সিটি সাউথে, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ৯০ লক্ষ টাকা। আলিবাবার বাক্সর মতো মিলেছে ৭৬ লক্ষ টাকার গয়না। কোথা থেকে এই টাকা পেলেন, তা জানা প্রয়োজন। আদালতে সওয়াল করেন ED-র আইনজীবী।


এখানেই শেষ নয়, এদিন সওয়াল জবাবের শুরুতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শুভাকাঙ্খী হলেন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর ফ্ল্যাট থেকে সম্পত্তি সংক্রান্ত ১৩-১৪টি ফটোকপি কাগজ পাওয়া গেছে। যা থেকে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতার যোগাযোগ আরও নিশ্চিত হওয়া গেছে। এমনকী কয়েকটি খাম উদ্ধার হয়েছে, যার উপরে মন্ত্রীর নামও লেখা আছে বলে দাবি ED’র। 


ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শনিবার গ্রেফতার হওয়ার পরই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন অর্পিতা। কিন্তু রবিবার, তাঁর মুখে শোনা গেল, আইনের উপর আস্থা রাখার কথা।