কলকাতা: সপ্তাহান্তে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ (England Vs Pakistan) ইডেনে। রাতে বিশেষ মেট্রো (Kolkata Metro) পরিষেবার ঘোষণা কর্তৃপক্ষের। এসপ্ল্যানেড থেকে দুই প্রান্তিক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছে। 




এর আগে গত সপ্তাহে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচেও রাতে বিশেষ মেট্রোর ঘোষণা করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়, এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বেরর দিকে রাত ১০.৪৫ মিনিটে শেষ মেট্রো চলবে। অপরদিকে, এসপ্ল্যানেড থেকে ওই একই সময়ে কবি সুভাষের দিকেও শেষ মেট্রো ছাড়বে। কিন্তু, টিম ইন্ডিয়ার দাপটে অনেক আগেই ম্যাচ শেষ হয়ে গেছে। বলা ভাল, মেট্রোর সাধারণ পরিষেবা পেতে দর্শকদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তাই, আর বিশেষ পরিষেবার পথে হাঁটেনি মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ ও দমদম থেকে যথাক্রমে রাত ৯টা ৪০ মিনিটে নির্ধারিত সময়েই শেষ মেট্রো ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয় সোশাল মিডিয়ায়।  


শনিবার ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপে (ODI World Cup) বাঁচার লড়াই পাকিস্তানের। প্রতিপক্ষ ইংল্যান্ড। যারা গতবারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে এবার করুণ পরিণতি কাপ ধরে রাখার স্বপ্নের। অনেক আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছেন জস বাটলাররা। তবে ইংল্যান্ড শিবির এখন মরিয়া পয়েন্ট টেবিলের প্রথম সাতের মধ্যে থেকে শেষ করতে। যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করা যায়। বুধবার পুণেতে নেদারল্যান্ডসকে উড়িয়ে বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছে যাচ্ছে ইংরেজ ব্রিগেড। আর সেই ম্যাচ দেখে ফিরতে দর্শকদের যাতে সমস্যা না হয় তাই বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কর্তৃপক্ষ। এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিটে। অন্যদিকে কবি সুভাষগামী মেট্রোও ছাড়বে ১০টা ৪৫-এ। দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। একইভাবে ওই একই সময়ে কবি সুভাষ পৌঁছবে শেষ মেট্রো। ম্যাচের দিন সমর্থকদের ফেরার কথা ভেবেই এই বিশেষ মেট্রো চালু করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। 









আরও পড়ুন: Birbhum News:অধ্যাপক থেকে আশ্রমিক, শান্তিনিকেতনে পুরনো পরিবেশ ফেরাতে উদ্যোগী সকলেই