Business News: ঘরে ঘরে সুন্দরবনের মধু পৌঁছে দিচ্ছে অনন্যার হোলি হাইভস, কেন স্পেশাল ?

Business Success Story: শুরু থেকে শেষ, অর্থাৎ সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহের পর থেকে আপনার দুয়ারে পৌঁছে দেওয়া, কীভাবে একার কাঁধে দায়িত্ব তুলে নিয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন জেলার এক তরুণী ?

কলকাতা: রান্নায় এক চামচ দিলেই বদলে যাচ্ছে স্বাদ। চিনির বদলে ঘরে ঘরে বাড়ছে তার ব্যবহার। জ্বর-সর্দি-কাশি কমাতেও রয়েছে বিশেষ ভূমিকা। সেই মধুই ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন অনন্যা। এই মধু বিশেষ।

Related Articles