Arjun Singh: ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা-অভিষেককে তীব্র আক্রমণ, শহিদ সমাবেশ নিয়ে কটাক্ষ অর্জুনের

Arjun Attacks Mamata: ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

Continues below advertisement

ব্যারাকপুর: দিলীপ ঘোষের সুরেই এবার বঙ্গ বিজেপি সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (EX BJP MP Arjun Singh)। ভোট কীভাবে করাতে হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের (TMC) থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও দলের নেতৃত্বকে পরামর্শ দিলেন। পাশাপাশি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।

Continues below advertisement

আরও পড়ুন: Dengue Death: শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত ৯ বছরের বালিকার মৃত্যু, '..জ্বরে ভুগছিল'

সোমবার এই বিষয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে করতে কখন কী বলে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তুষ্টিকরণ রাজনীতি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন কালকে উনি বলেছেন আমি গর্দার নই, আমি কাফির নই। কালকে তো উনি বলেই দিলেন উনি হিন্দু নয়, খ্রিস্টান নয়, উনি আল্লাহকে মানেন উনার ভগবান হল আল্লাহ । আমি ব্রাহ্মণ ঘরের লোক তাহলে এসব নাটক করার দরকার কি আছে? উনি তো এটা প্রমাণ করে দিয়েছেন যে ভোটের রাজনীতি করতে গেলে নিজের ধর্মটাকে ছোট করতে হয়। উনি বলে দিলেন আমি কাফির নই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি মানবতার ধর্মকে মানি। মানবতার ধর্মকে মেনে উনি ২০২১ সালে বিধানসভার পর রাজ্যজুড়ে হিংসা ছড়িয়ে দেন। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে যেভাবে মানুষকে খুন করা হয় তা সবাই জানেন। যেভাবে বাংলায় যাঁরা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাঁদের বাড়ি লুট করা। মুসলমানদের যেভাবে এগিয়ে দেওয়া হয়। তাতে কোন মানবতার ধর্মকে উনি পালন করছেন তা বোঝা যায়।"

২১ জুলাইয়ের সমাবেশকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "শহিদ মঞ্চে শহিদের কোনও ব্যাপার থাকে না। আপনি ওনার বক্তব্যের মধ্যে শহিদদের ব্যাপারে কী বলেছেন আমাকে খুঁজে বের করে দেখিয়ে দিন তো। যারা শহিদদের রক্ত কেড়েছিল তাদের নামে তদন্ত করার কথা হয়েছিল। একুশে জুলাই কমিটি করেছিলেন উনি। তার রিপোর্ট আজ পর্যন্ত দিতে পেরেছেন?" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh Violence: 'ছাত্রদের হাত থেকে আন্দোলনটা ছিনতাই করে নিল..', বাংলাদেশ থেকে ফিরে জানালেন পবিত্র সরকার

Continues below advertisement
Sponsored Links by Taboola