কলকাতা: বৃহস্পতিবার পাম অ্যাভিনিউতে নিজের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিনই তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে। আজ, শুক্রবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশে নিয়ে যাওয়া হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ। সকাল ১১ থেকে ১১টা ৩০ পর্যন্ত বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। বেলা ১২টা থেকে দুপুর ৩টে ১৫ পর্যন্ত মুজফ্ফর আহমেদ ভবনে রাখা থাকবে প্রয়াত মুখ্যমন্ত্রীর মরদেহ। সাড়ে ৩টে থেকে ৩টে ৪৫ পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে জানানো হবে শেষশ্রদ্ধা। বিকেল ৪টেয় এনআরএস হাসপাতালে দেহদান করা হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর।
আজ কখন কী হবে?
বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে।
শুক্রবার সকাল ১০.৩০ টায় পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে।
বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধঘণ্টা।
বেলা ১২ থেকে দুপুর ৩.১৫ পর্যন্ত শ্রদ্ধা জানানো যাবে আলিমুদ্দিন স্ট্রিটে মুজফ্ফর আহমেদ ভবনে
দুপুর ৩.৩০টে থেকে দেহ থাকবে দীনেশ মজুমদার ভবনে
দুপুর ৩.৪৫-এ সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা
বিকেল ৪টেতে NRS মেডিক্য়াল কলেজে হবে দেহদান
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'বিকেলে ৪টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত বুদ্ধ ভট্টাচার্যের মরদেহ নিয়ে। দেহ দান করা ছিল। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী সেই দেহটা চিকিৎসাশাস্ত্রের গবেষণার জন্য় তুলে দেব তাঁদের হাতে।'
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন, 'আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাঁকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। উনি দীর্ঘদিন বিধাসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। তাছাড়া অনেক দফতরের মন্ত্রী ছিলেন দীর্ঘদিন। কাজেই ওঁর মৃত্য়ুটা রাজ্যের পক্ষে একটা বড় ক্ষতি।'
বৃহস্পতিবার ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল ৮টা ২০-তে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। বুধবার থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল তাঁর। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: চোরাচালান রোখায় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলি চালিয়ে দুষ্কৃতী তাড়ালেন মহিলা BSF জওয়ান